আগামীকাল ৪ জুলাই থেকে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে| যাদের তালিকায় নাম আছে সংশ্লিস্ট কলেজে ভর্তি হলে আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রবেশিকার টাকা জমা করতে হবে
বুধবার প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনের (ডব্লিউবিজেইই)এর প্রথম কাউন্সেলিং-এর প্রাথমিক তালিকা| এরফলে পরীক্ষার্থীরা কে কোন কলেজে পরার সুযোগ পাবে তা জানতে পারবে| জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjee.nic.in.-এ এদিন প্রকাশিত হয় প্রাথমিক তালিকা|
আগামীকাল ৪ জুলাই থেকে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে| যাদের তালিকায় নাম আছে সংশ্লিস্ট কলেজে ভর্তি হলে আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রবেশিকার টাকা জমা করতে হবে| যে আসনগুলি ফাঁকা থাকবে তার জন্য আগামী ৪ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু করা হবে| কাউন্সেলিং সেন্টারে অবশ্যই উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের এমনই নির্দেশ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের| আগামী ৪-৭ জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় দফায় কাউন্সেলিং শুরু হবে৷ দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ হবে ৯ জুলাই৷ তার অ্যাডমিশন প্রক্রিয়া হবে ১০ ও ১১ জুলাই৷ তৃতীয় ও শেষ রাউন্ডের তালিকা প্রকাশ হবে ১৩ জুলাই ৷