প্রকাশ্যে টাকা নিয়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

< 1 - মিনিট |

সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্যাম্পাসে টাকার বিনিময়ে পুরনো প্রশ্নপত্র বিলি করছে তৃণমূল ছাত্র পরিষদ ও অন্য ছাত্র সংগঠনও

কে আর সি টাইমস ডেস্ক

লুকোছাপা নয়,  প্রকাশ্যে এবার নিয়মভঙ্গ | সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্যাম্পাসে হ্যাল্পডেস্ক করে টাকার বিনিময়ে  পুরনো প্রশ্নপত্র বিলি করছে তৃণমূল ছাত্র পরিষদ ও অন্য ছাত্র সংগঠনও |

কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই বছর স্নাতক স্তরে ভর্তির পক্রিয়া হবে সম্পূর্ণ  অনলাইনে | শুধুমাত্র ছাত্র বা ছাত্রীরা প্রবেশিকা দিতে আসবে অথবা একেবারে ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়ে আসবে তাঁরা | বিশ্ববিদ্যালয়ে চত্বরে কোনওরকম হেল্প ডেস্ক তৈরী করা যাবেনা | কিন্তু কার্যত সরকারের সেই নির্দেশকে বুড়ো আঙুল  দেখিয়ে রমরমিয়ে টাকার বিনিময়ে পুরোনো প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে |

এই গোটা  বিষয়টা অনৈতিক সেই  কথা অস্বিকার করছেনা বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ | কারন বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সমস্থ পক্রিয়াই হচ্ছে অনলাইনে |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *