ফণীর জেরে রাজ্য সরকারের ঘোষিত স্কুল ছুটির বিরোধীতা করে পড়ুয়াদের বিক্ষোভ শিলিগুড়িতে

< 1 - মিনিট |

ফণীর জেরেই আগেভাগে শুক্রবার থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার

কে আর সি টাইমস ডেস্ক

ফণীর জেরেই আগেভাগে শুক্রবার থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। স্কুল ছুটি নিয়ে রাজ্য সরকারের ঘোষিত নির্দেশিকার বিরোধীতা করে পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভ শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে।
ঘুর্ণিঝড় ফণী এবং গরমের ছুটি মিলিয়ে সরকার রাজ্যের স্কুলগুলিতে প্রায় দু’মাসের ছুটি ঘোষণা করেছে। দু’মাসের ছুটি এবং নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে এই দাবিতেই এদিন স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে বৈঠক চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news