চিকিৎসায় দ্রুত উন্নতি ঘটছে মাথার আঘাতের অংশে। তবে, পর্যবেক্ষণের কারণে তাঁকে এখনও আইসিইউতে রাখা হয়েছে তাঁকে
বিপন্মুক্ত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়|কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে।রোগী মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই রণক্ষেত্রে চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ।এরপরই রোগীর আত্মীয়দের ছোঁড়া ইটে মাথা ফেটে যায় জুনিয়র ডাক্তারের।তবে,এখন সুস্থ বলেই জানা যায় মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালের তরফে| বুধবার মল্লিকবাজারের বেসরকারি হাসপাতাল তরফে জানা যায় ,বিপন্মুক্ত জুনিয়র চিকিৎসক পরিবহ। কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। চিকিৎসায় দ্রুত উন্নতি ঘটছে মাথার আঘাতের অংশে। তবে, পর্যবেক্ষণের কারণে তাঁকে এখনও আইসিইউতে রাখা হয়েছে তাঁকে|
এই প্রসঙ্গে ধর্মঘটীদের প্রশ্ন করলে উত্তর মিলছে, ‘আমাদের আন্দোলনের পথে হাঁটতে বাধ্য করা হয়েছে। আজ পর্যন্ত একজনও ডাক্তার নিগ্রহকারীর শাস্তি হয়েছে শুনেছেন? কতদিন মার খাব, বলতে পারেন’| চিকিৎসকরা জানান, ‘হাসপাতালে রোগী এলে আমরা তাঁদের দ্রুত সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। কিন্তু আমরাই যখন আক্রান্ত, তখন আমাদের কে দেখবে? চিকিৎসকরা অভিযোগ করেছেন, চিকিৎসা পরিষেবার অভিযোগ এনে প্রায়ই রোগীর পরিবারের লোকজন হামলা চালাচ্ছে। এটা কেন হবে? চিকিৎসক বলে কি কোনও বাঁচার অধিকার নেই’? এইসব নানা প্রশ্ন নিয়ে এখনও বিক্ষোভে সামিল বহু চিকিৎসক|