বিহারের মুজফ্ফরপুরে এনসেফেলাইটিস সংক্রমণে মৃত্যু মিছিল অব্যাহত

< 1 - মিনিট |

শিশু-মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৭

কে আর সি টাইমস ডেস্ক

বিহারের মুজফ্ফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এর প্রকোপ কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টি না হলে, অথবা গরম না কমলে এই রোগের প্রকোপ কমার সম্ভাবনা নেই। আর তাই মুজফ্ফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল অব্যাহত। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হল আরও দু’টি শিশুর। সবমিলিয়ে বিহারের মুজফ্ফরপুরে এখনও পর্যন্ত অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৭টি শিশুর।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ১১৭। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯৮টি শিশুর মৃত্যু হয়েছে, এছাড়াও কেজরিওয়াল হাসপাতালে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মুজফফরপুরের হাসপাতালের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। হাসপাতালে নিয়মিত লোডশেডিং এবং জলের অভাব ক্রমশ ভয়াবহ চেহারা নিয়েছে। যা নিয়ে রোগীর পরিজনদের ক্ষোভ তীব্রতর হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news