বিহারে এনসেফেলাইটিস আতঙ্ক : ৩৩টি শিশু-মৃত্যু মুজফফরপুরে

< 1 - মিনিট |

জুন মাসের ২ তারিখ থেকে ১২ জুন পর্যন্ত ৮৬টি শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়, তার মধ্যে ৩১টি শিশুর মৃত্যু হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

এনসেফেলাইটিস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে বিহারে| ইতিমধ্যেই বিহারের মুজফফরপুরে ৩৩টি শিশুর মৃত্যু হয়েছে এই রোগে| আক্রান্ত আরও কিছু শিশু বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন| চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাসের ২ তারিখ পর্যন্ত ১৩টি শিশুকে মুজফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করানো হয়, ওই সময়ের মধ্যে ৩টি শিশুর মৃত্যু হয়েছিল| জুন মাসের ২ তারিখ থেকে ১২ জুন পর্যন্ত ৮৬টি শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়, তার মধ্যে ৩১টি শিশুর মৃত্যু হয়েছে|

বিগত ১০ দিনে বিহারের মুজফফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ৩১টি শিশুর মৃত্যুর জেরে চিন্তিত বিহারের স্বাস্থ্য দফতর| মুজফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালের সুপার সুনীল শাহি জানিয়েছেন, ‘অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত ৩টি শিশুর মৃত্যু হয়েছে| জুন মাসের ২ তারিখ থেকে ১২ জুন পর্যন্ত ৮৬টি শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়, তার মধ্যে ৩১টি শিশুর মৃত্যু হয়েছে|’ কিছুদিন আগেই এসকেএমসিএইচ হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জেন এ পি সিং| হাসপাতালে চিকিত্সাধীন শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news