ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা। বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এবার দশ গুণ ফি বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ
ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা। বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এবার দশ গুণ ফি বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।এছাড়া, অন্যান্য পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও কয়েক গুণ ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে এত ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নামে পড়ুয়ারা।
বিশ্বভারতীতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ১৫০০ টাকা ফি বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা। এ ছাড়া সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশি পড়ুয়াদের ভর্তির ফি করা হয়েছে ৫০০০ টাকা। অন্যান্য বিদেশি পড়ুয়াদের ভর্তি ফি দশ গুণ বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে। হঠাৎ করে অত্যাধিক এই ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা।
এদিন এই প্রতিবাদে গৌর প্রাঙ্গণে জমায়েত হন পড়ুয়ারা। পরে সেখান থেকে আশ্রম জুড়ে হাতে ব্যানার পোস্টার নিয়ে মিছিল করেন পড়ুয়ারা।
পড়ুয়াদের অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়াই হঠাৎ করে অত্যাধিক ফি বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির হার না কমালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় পড়ুয়ারা। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।