মাধ্যমিকের ফলাফলে হতাশ করেছে করিমগঞ্জের সরকারি স্কুলগুলি

< 1 - মিনিট |

বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার‌ও মাধ্যামিক পরীক্ষায় করিমগঞ্জের সরকারি স্কুলগুলির ফলাফল অত্যন্ত নিরাশজনক

কে আর সি টাইমস ডেস্ক

বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার‌ও মাধ্যামিক পরীক্ষায় করিমগঞ্জের সরকারি স্কুলগুলির ফলাফল অত্যন্ত নিরাশজনক। অন্যান্য বছরের মতো এবারও জেলায় সরকারি স্কুলগুলিকে পিছনে ফেলে বেসরকারি স্কুলগুলি নজরকাড়া ফল করেছে।

মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বুধবারের ফলাফল অনুযায়ী করিমগঞ্জের বেসরকারি রোলান্ডস মেমোরিয়াল হাইস্কুলের ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যের ৭৬ জন পাশ করেছে। পাশের হার ৯৯ শতাংশ। এর মধ্যে ১৪ জন ডিস্টিংশন এবং ১৬ জন স্টার মার্কস-সহ প্রথম বিভাগে ৩৮, দ্বিতীয় বিভাগে ৮ জন পরীক্ষার্থী পাশ করেছে। লেটার মার্কস এসেছে ১৯০টি।

বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুলের মোট ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন। ৬টি ডিস্টিংশন ও ১৮টি স্টার মার্কস-সহ প্রথম বিভাগে ১৫ জন, দ্বিতীয় বিভাগে ১০ জন এবং তৃতীয় বিভাগে ১ জন উত্তীর্ণ হয়েছে। লেটার এসেছে মোট ১২২টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news