মুজফফরপুরে এনসেফেলাইটিস রোগের প্রকোপ : মৃতের সংখ্যা বেড়ে ৬৯

< 1 - মিনিট |

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃতদের ৭০ শতাংশই কিশোর-কিশোরী। এছাড়াও বহু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

কে আর সি টাইমস ডেস্ক

বিহারের মুজফফরপুরে ভয়াবহ হয়ে উঠেছে এনসেফেলাইটিস রোগ। এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিহারের মুজফফরপুরে এখনও পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৯। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃতদের ৭০ শতাংশই কিশোর-কিশোরী। এছাড়াও বহু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কেজরিওয়াল হাসপাতালে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস) রোগে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন (মুজফ্ফরপুর) ডাঃ শৈলেশ প্রসাদ সিং জানিয়েছেন, এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৯। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫৮ জনের মৃত্যু হয়েছে। মুজফফরপুরেরই কেজরিওয়াল হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মুজফফরপুরে এখনও পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৯। এছাড়াও বহু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। বিহারের মুজফ্ফরপুরে এনসফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সত্যিই উদ্বেগজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news