গত ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত গয়ার অনুগড় নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৬টি শিশুর। এছাড়াও আরও ২২টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন
ফের এনসেফেলাইটিস আতঙ্ক বিহারে ! মুজফ্ফরপুরের পর এবার গয়া। গত ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত গয়ার অনুগড় নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৬টি শিশুর। এছাড়াও আরও ২২টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তবে, মুজফ্ফরপুরের মতো এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ৬টি শিশুর মৃত্যু হয়েছে, নাকি অন্য কারণে তা এখনই নিশ্চয়তার সঙ্গে বলা যাচ্ছে না। আপাতত রিপোর্টের অপেক্ষায় গয়ার অনুগড় নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অনুগড় নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সুপার ডাক্তার ভি কে প্রসাদ জানিয়েছেন, ‘গত ২ জুলাই থেকে শুরু, এখনও পর্যন্ত ২২টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত ওই শিশুরা, এখনই নিশ্চিতভাবে তা বলা যাচ্ছে না। আমরা রিপোর্টের অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত ৬টি শিশুর মৃত্যু হয়েছে।’ প্রসঙ্গত, বিহারের মুজফ্ফরপুরের এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৪২টি শিশুর মৃত্যু হয়েছে। এবার নতুন করে এনসেফেলাইটিস-আতঙ্ক ছড়াল গয়ায়।