যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্যের জন্য সংরক্ষিত ৯০ শতাংশ আসন

< 1 - মিনিট |

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে নিজ রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত করতে হবে ৯০ শতাংশ আসন

কে আর সি টাইমস ডেস্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে নিজ রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত করতে হবে ৯০ শতাংশ আসন| এমনই সিদ্ধান্ত নিল উচ্চ শিক্ষা দফতর|এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর|

 এবার ভর্তির সময় থেকেই ডোমিসাইল নিয়ম কার্যকরী হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে|  সেক্ষেত্রে ৯:১ অনুপাতে ভর্তি নেওয়া হবে। তার মানে ৯০ শতাংশ আসন রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি ১০ শতাংশ থাকবে ভিনরাজ্যের জন্য। ডোমিসাইলের বিষয় নিয়ে যা নিয়ম তৈরি করার, তা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “আমরা অনুমতি চেয়েছিলাম। দফতর সেই অনুমতি দিয়েছে। এবার ভর্তি প্রক্রিয়া থেকেই এই নিয়ম চালু হবে”।

 গত বছর ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া ভর্তির পর দেখা গিয়েছিল, ভর্তি হওয়া পড়ুয়ার একটা বড় অংশই ভিনরাজ্যের। এরপরই ফ্যাকাল্টির মধ্যে রাজ্যের পড়ুয়াদের সংরক্ষণের ব্যাপারে প্রশ্ন ওঠে। এ নিয়ে বিভিন্ন বিভাগ তাদের মতামত দেয়। প্রায় সব বিভাগই ডোমিসাইল চায় বলে জানিয়ে দেয়। এরপরেই ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলে এই সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত হয়। পরে তা এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে পেশ করা হলে, সেখানেও এই সিদ্ধান্ত পাশ হয়। শেষ পর্যন্ত এই ডোমিসাইল কার্যকর করার জন্য উচ্চশিক্ষা দফতরের অনুমতির প্রয়োজন ছিল। ফলে বিশ্ববিদ্যালয় সেটি উচ্চশিক্ষা দফতরে পাঠিয়ে দেয়। শেষ প্র্ন্জত সেখানেও গৃহিত হয় সিদ্ধান্তটি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news