এই বিষয়টি নিয়ে মেডিকেল কলেজে সুরক্ষায় থাকা হোম গার্ডকে জানালে, সেখান থেকে সদুত্তর পান নাই


শিলচর মেডিকেল কলেজে নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে প্রায়ই চিকিৎসায় আসা রোগীদের মোবাইল সহ আরো অন্যান্য জরুরি জিনিস শুনা যায়, মঙ্গলবার রাতে মেডিকেল কলেজে প্রস্তূতি বিভাগে ভর্তি থাকা স্থানীয় লক্ষ্মন গোয়ালার বোনের মোবাইল সহ টাকার মানিব্যাগ চুরেরা চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়।
এই বিষয়টি নিয়ে মেডিকেল কলেজে সুরক্ষায় থাকা হোম গার্ডকে জানালে, সেখান থেকে সদুত্তর পান নাই,এরপর বিষয়টি মেডিকেল কলেজের প্রেন্সিপালকে জানালেন,এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ করাতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন লক্ষ্মন গোয়ালা, গৌতম গোয়ালা,পাপ্পু গোয়ালা সহ আরো অন্যান্যরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy
