ঘটনাকে কেন্দ্র করে ঘুঙুর আউট পোস্টে একটি মামলা দায়ের করা হয়



ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা সহকারী অধ্যাপক ডঃ ডি কে রাজুর l
গতকাল রাতে ফেকাল্টি কোয়ার্টারের সম্মুখে শ শ ছাত্র ছাত্রীদের উত্তাল প্রতিবাদ l
ছাত্র ছাত্রীদের উত্তাল আন্দোলনের ফলে মাঝ রাত 3ঘটিকায় অভিযুক্ত অধ্যাপক ডঃ ডি কে রাজুকে নিলম্বন করেছে NIT কর্তৃপক্ষ l রাতে NIT কেম্পাসে মোতায়ন করা হয় নিরাপত্তারক্ষী দল l ঘটনাকে কেন্দ্র করে ঘুঙুর আউট পোস্টে একটি মামলা দায়ের করা হয় l