প্রত্যেক ছেলেমেয়ের ভিত মজবুত করার জন্য নার্সারি থেকেই জোর দিতে চাইছে ত্রিপুরা সরকার
প্রত্যেক ছেলেমেয়ের ভিত মজবুত করার জন্য নার্সারি থেকেই জোর দিতে চাইছে ত্রিপুরা সরকার৷ তাই, সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে নার্সারি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিক্ষা দফতরের পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা সঠিকভাবে প্রদান করা খুবই জরুরি৷ তাই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে৷
তিনি জানান, ত্রিপুরায় প্রত্যেক ব্লক, পুর নিগম এলাকায়, নগর পঞ্চায়েত, পুর পরিষদ এলাকায় সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নার্সারি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সে-মোতাবেক প্রস্তুতিও চলছে৷ তাঁর কথায়, যে-সমস্ত এলাকায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কেবলমাত্রই সেখানেই নার্সারি খোলার পরিকল্পনা চলছে৷ মূলত নার্সারি, এলকেজি এবং ইউকেজি প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চালু করা হলে ছেলেমেয়েরা ভীষণ উপকৃত হবে বলে বিশ্বাস ত্রিপুরা সরকারের৷
ওই আধিকারিকের কথায়, সারা রাজ্যে ৭০টি বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে৷ সেখানে নার্সারি চালু করার পরিকল্পনা চলছে৷ তাঁর দাবি, চলতি শিক্ষাবর্ষ থেকেই নার্সারি চালু করার চেষ্টা চলছে৷