সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নার্সারি চালুর উদ্যোগ ত্রিপুরা সরকারের

< 1 - মিনিট |

প্রত্যেক ছেলেমেয়ের ভিত মজবুত করার জন্য নার্সারি থেকেই জোর দিতে চাইছে ত্রিপুরা সরকার

কে আর সি টাইমস ডেস্ক

প্রত্যেক ছেলেমেয়ের ভিত মজবুত করার জন্য নার্সারি থেকেই জোর দিতে চাইছে ত্রিপুরা সরকার৷ তাই, সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে নার্সারি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিক্ষা দফতরের পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা সঠিকভাবে প্রদান করা খুবই জরুরি৷ তাই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে৷

তিনি জানান, ত্রিপুরায় প্রত্যেক ব্লক, পুর নিগম এলাকায়, নগর পঞ্চায়েত, পুর পরিষদ এলাকায় সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নার্সারি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সে-মোতাবেক প্রস্তুতিও চলছে৷ তাঁর কথায়, যে-সমস্ত এলাকায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কেবলমাত্রই সেখানেই নার্সারি খোলার পরিকল্পনা চলছে৷ মূলত নার্সারি, এলকেজি এবং ইউকেজি প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চালু করা হলে ছেলেমেয়েরা ভীষণ উপকৃত হবে বলে বিশ্বাস ত্রিপুরা সরকারের৷

ওই আধিকারিকের কথায়, সারা রাজ্যে ৭০টি বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে৷ সেখানে নার্সারি চালু করার পরিকল্পনা চলছে৷ তাঁর দাবি, চলতি শিক্ষাবর্ষ থেকেই নার্সারি চালু করার চেষ্টা চলছে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news