সিভিল সার্ভিস পরীক্ষার বিনামুল্যে কোচিং, নতুন করে উদ্যোগ দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির

< 1 - মিনিট |

“ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়। সেই স্বপ্ন দেখা উচিৎ, যা ঘুমোতে দেয় না।” বলেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ আব্দুল কলাম। তাঁর ওই উপদেশকে সামনে রেখে পথ চলা শুরু হয়েছিল দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির

কে আর সি টাইমস ডেস্ক

আবারও নতুন করে পথ চলা শুরু করতে চলেছে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমী। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বান কোলে। এদিন থেকে অ্যাকাডেমীতে ভর্তির পরীক্ষার আবেদন পত্র আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমী চালু হয়। “ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়।  সেই স্বপ্ন দেখা উচিৎ, যা ঘুমোতে দেয় না।” বলেছিলেন  প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ আব্দুল কলাম। তাঁর ওই উপদেশকে সামনে রেখে পথ চলা শুরু হয়েছিল দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির।  স্বপ্নটা ইউপিএসসি, সিভিল সার্ভিসের মতো স্বপ্ন যা দেশ সেবার সুযোগ করবে। ওই স্বপ্নের উদ্যোগী জেলা প্রশাসন। জেলায় এমন অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। অর্থাভাবে অনেক মেধাবী পড়ুয়া প্রতিযোগীতা মুলক পরীক্ষার কোচিংয়ে ভর্তি হতে পারে না। আর তাদের জন্য এসএসসি থেকে ডব্লুউবিসিস, সমস্ত রকম পরীক্ষায় বসার বিনামুল্যে কোচিংয়ের ব্যাবস্থা করে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। নাম দেওয়া হয় ‘ দু্র্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি”। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ৫০ জন পড়ুয়াকে বাছাই করা হবে। তাদের বিনা পারিশ্রমিকে প্রশিক্ষন দেবেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমলা, বিভিন্ন ব্লকের বিডিও ও ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিভিন্ন সরকারি চাকরির ইন্টারভিউ ও পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেওয়া। কিভাবে সেখানে নিজেদের উপস্থপনা করবে সেইসব বিষয়ে প্রশিক্ষন দেওয়া। যদি একবছর পরই সেটি বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুর মহকুমা শাসক অনির্বান কোলে জানান,” আবারও নতুন করে অ্যাকাডেমির কোচিং ক্লাস শুরু হবে। মেধা তালিকার ওপর নেওয়া হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তির পরীক্ষার আবেদন করতে হবে। ১০ আগষ্ট সৃজনীতে পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে মেধা তালিকার ৫০ জনকে নেওয়া হবে। আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সপ্তাহে শনিবার ক্লাস নেওয়া হবে। ক্লাস শুরু হবে দুর্গাপুর সিটি সেন্টার লাইব্রেরিতে। একবছরের কোচিং।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news