স্বাস্থ্য-সঙ্কট পশ্চিমবঙ্গে : কলকাতা ও জেলার হাসপাতালে বন্ধ বহির্বিভাগ, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

< 1 - মিনিট |

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন চিকিত্সকরা| আর এ সবের মাঝে অসুস্থ রোগী চিকিত্সা না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস) জুনিয়র চিকিত্সক নিগ্রহের জেরে স্বাস্থ্য সঙ্কট দেখা দিল কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে| ফলে মাত্রাতিরিক্ত গরমের মধ্যেই চরম দুর্ভোগে পড়লেন রোগী ও তাঁদের পরিজনরা| এনআরএস হাসপাতালে চিকিত্সক নিগ্রহের প্রতিবাদে বুধবার এনআরএস, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ শহরের বিভিন্ন হাসপাতালগুলিতে বহির্বিভাগ বন্ধ রয়েছে| একই ছবি ধরা পড়েছে জেলার হাসপাতাল গুলিতেও| দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন চিকিত্সকরা| আর এ সবের মাঝে অসুস্থ রোগী চিকিত্সা না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন| এখন প্রশ্ন হল-যে সমস্ত রোগীরা সঠিক সময় চিকিত্সা পাচ্ছেন না, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে সেই দায়ভার কে নেবে? 

চিকিত্সকদের বক্তব্য, রোগীর মৃত্যু হলেই ডাক্তারদের মারধর করা হয়| প্রতিবারই এমন ঘটছে| তাই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা| এনআরএস হাসপাতালে সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের মারধরের প্রতিবাদে শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ| সোমবার রাত থেকেই চলছে কর্মবিরতি| জুনিয়র ডাক্তারদের অবস্থান-কর্মবিরতির জেরে ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে কলকাতার হাসপাতালে চিকিত্সা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনরা| এনআরএস হাসপাতালে কর্মবিরতির প্রেক্ষিতে ক্ষোভ উগড়ে গিয়ে রোগীর পরিজনদের অনেকেই বলছেন, ‘বিগত ৩ দিন ধরে আমাদের রোগীরা চিকিত্সা পাচ্ছে না| হাসপাতালেও ঢুকতে দেওয়া হচ্ছে না| তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় কে নেবে?’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news