এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ বলে জানাচ্ছেন পর্ষদের সভাপতি
এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা মধ্য
শিক্ষা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ বলে জানাচ্ছেন পর্ষদের সভাপতি কল্যাণময়
গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় আজ প্রকাশিত হল ফলাফল। এবারে মোট
পরীক্ষার্থী ছিল সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৩৯৭ জন । তাঁর মধ্যে সাফল্য পেয়েছে ৮ লাখ
৭৬ হাজার ৬৯৪ জন । যদিও এর মধ্যে ৭৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল। কলকাতায়
সাফল্যের হার ৯২.১৩ শতাংশ। এবারে ছাত্রদের পাশের হার বেশি। ছাত্রদের পাশের হার
৮৯.৯৭ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮২.৮৭ শতাংশ। যদিও গতবারের থেকে ছাত্রীদের
সাফল্যের হার এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এই বছরে।
২০১৯-এ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৮৩৫টি। এবছর ছাত্রী
পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬১ জন বেশি।
উল্লেখ্য, ছাত্রীদের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১২.৫৬ শতাংশ বেশি ছিল এবারের পরীক্ষায়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছিল। যার জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। বহু চেষ্টা সত্ত্বেও আটকানো যায়নি প্রশ্ন ফাঁসের ঘটনা। এরপরেই অবশ্য পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি তাঁর পদে ইস্তফা দেবেন। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি ও শেষ হয় ২২ ফেব্রুয়ারি।