লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় শিবিরের আয়োজন করা হয়
শিলচর প্রতিনিধি – লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায়, আজ ’81 নম্বর বেতুকান্দি এলপি স্কুলে’, বিনামূল্যে ছানি সনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। ডাক্তার দীপশিখা পান্ডে, টেকনিশিয়ান বিশু নাথ এবং সহযোগী কর্মীরা 231 জন রোগীকে পরীক্ষা করেছেন যার মধ্যে 18 জনের ছানি ধরা পড়েছে এবং সবাইকে , বিনামূল্যে অপারেশনের জন্য , আগামী 26 সেপ্টেম্বর তারিখে লায়ন্স আই হাসপাতাল শিলচরে আনা হবে ৷
আয়োজকদের পক্ষ থেকে 149 জন রোগীকে বিনামূল্যে চশমাও দেওয়া হয়েছে। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সচিব সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, প্রশাসক অনিমেষ ভট্টাচার্য, গাইডিং লায়ন সাখী ভট্টাচার্য শিবিরে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচরে সেন্টরেলের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, সম্পাদক কানহাইলাল বণিক প্রমুখ।
রঞ্জন দাস , জিয়াউল মজুমদার, প্রসন্ন দাস এবং অন্যান্যরা এই শিবিরটি সফল করতে ব্যাপকভাবে সহায়তা করেছেন। এই বিদ্যালয়টি, শিবিরের জন্য প্রদান করায়, ক্লাব ভ্যালি প্রধান শিক্ষক বেণু রায় এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে।
বিজ্ঞাপন