এইডস বা ক্যান্সার ছাড়াও আমাদের পৃথিবীতে রয়েছে আরও বিভিন্ন ধরনের ভয়াবহ রোগ। তাদের মধ্যে এমন অনেক রোগ রয়েছে যাদের নাম হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। তবে এই সমস্ত বিশেষ রোগ ও তাদের সিন্ড্রোম শুনলে আপনার চক্ষুচড়ক গাছ হবে নিঃসন্দেহে। আসুন জেনে নিন এই বিশেষ প্রকার রোগ ও তাদের কারণ সম্পর্কে।
আজকের দিনে সবচেয়ে ভয়াবহ রোগ কি ? প্রশ্ন শোনামাত্রই প্রথমেই আপনার মাথায় আসবে এইডস বা ক্যান্সারের নাম। এগুলোতে আছেই। এর পাশা[পাশি পাল্লা দিয়ে উত্তরোত্তর বাড়ছে কয়েকটি বিশেষ ধরনের রোগের প্রকোপ। আজ আমরা এইরকম ভয়াবহ ৯ টি রোগ ও তাদের বিভিন্ন সিন্ড্রোমের কথায় আলোচনা করব। এই বিশেষ রোগগুলি যে শুধু বিরল তাই নয় রয়েছে সুদূরপ্রসারী প্রভাবও । এমনকি এই রোগ গুলির প্রতিশোধক ও রয়েছে আমাদের আধুনিক চিকিৎসা শাস্ত্রের নাগালের বাইরে । চলুন জেনে নেয়া যাক এরকমই ৯টি বিরল রোগ সম্পর্কে।
(১) প্রোজেরিয়া
বিশ্বের প্রতি ৮ মিলিয়ন শিশুর মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। প্রোজেরিয়া একটি জেনেটিক রোগ ঠিকই তবে কোন বংশগত রোগ নয়। এই রোগে আক্রান্ত শিশুদের দেহে শৈশবেই বার্ধক্যের ছাপ চলে আসে। ঠিক যেমনটা দেখা গিয়েছিলো বলিউডের বিখ্যাত মুভি ‘পা’ তে। আর এতে যে শিশুরা আক্রান্ত হয় তারা তাদের ১৩ থেকে ২০ বছরের মাথায় মারা যায়। এখন পর্যন্ত চিকিৎসকরা ক্যান্সার প্রতিরোধী ওষুধ থেকে শুরু করে হরমোন ট্রিটমেন্ট-অনেক কিছুই প্রয়োগ করেছেন প্রোজেরিয়া রোগীদের বাঁচাতে, কিন্তু ব্যর্থ হয়েছেন। ভয়াবহ এই রোগে আক্রান্ত রোগীদের লক্ষণ হলো-চেহারাতে অকাল- বার্ধক্যের , চোখ ফুলে যাওয়া, মুখের আকৃতি অস্বাভাবিকভাবে ছোট হয়ে যাওয়া ও দেহের ত্বকে ভাঁজ পড়া। আক্রান্ত শিশুর মাথার চুল মাত্র ২ বছর বয়স থেকেই পড়তে শুরু করে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিংবা মস্তিষ্কের রক্ত ক্ষরণ হয়ে মারা যায়।
(২) জলের প্রতি এলার্জি
এটিও খুব বিরল রোগ ও এখন পর্যন্ত মাত্র ৩০ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে যারা এই ‘ওয়াটার এলার্জি’তে আক্রান্ত। এটি সাধারণত পরিণত
নারীদের ক্ষেত্রেই দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান জন্ম দেয়ার সময় দেহের হরমোনের তারতম্যের কারণে নারীরা এটিতে আক্রান্ত হন। ইংল্যান্ডে ২১ বছর বয়সী এক মেয়ে জল ধরতে বা খেতে পারত না। জলের সংস্পর্শে এলেই তার ত্বকে জ্বালা-পোড়া শুরু হয়ে যেত। সে শুধুমাত্র ডায়েট-কোক খেতে পারতো ও প্রতি সপ্তাহে মাত্র একদিন ১০ সেকেন্ডের জন্য স্নান করতে পারতো। জলে উপস্থিত আয়রন কেই এই বিশেষ প্রকার রোগের মূল কারণ হিসেবে ধরা হয়।
(৩) কুরু
কুরু মূলত নিউ গিনির উপজাতীয় জনগোষ্ঠীদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। এই রোগের লক্ষণ হলো হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়া। এর ফলে মস্তিষ্কে ছিদ্র হয়ে যায় ও সেই ব্যক্তি মারা যায়। রোগটি মূলত নরমাংস খাওয়ার ফলে তৈরি হয়।
অনেক স্থানেই মৃতদের মস্তিষ্কের টিস্যু রান্না করে খাওয়া হত। সংক্রমণের শিকার ব্যক্তিরা স্বাভাবিকভাবে খেতে কিংবা দাঁড়াতে পারে না, এলোমেলোভাবে হাঁটতে গিয়ে হোঁচট খায় ও কথা বলার ক্ষমতাও একসময় হারিয়ে ফেলে। সর্বশেষ পরিণতি হলো কোমাতে চলে গিয়ে মৃত্যু। তবে নিউ গিনি সরকারের প্রচেষ্টায় এখন নরমাংশ খাওয়া দেশটির বেশিরভাগ স্থানেই আইন করে নিষিদ্ধ করা হয়েছে।
(৪) পরফাইরিয়া
ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ এই বিশেষ রোগে আক্রান্ত ছিলেন। এ রোগে আক্রান্ত হলে মলও মূত্রের রঙ বেগুনি হয়ে যায়। এটা হয় মূলত রক্তের লোহিত কণিকা থেকে প্রোটিন তৈরিতে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে। পরফাইরিয়ার লক্ষণ হলো বমিভাব, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা ও পাকস্থলির বিভিন্ন সমস্যা, সূর্যের আলোতে ত্বকে চুলকানি সৃষ্টি হওয়া ও ফুলে যাওয়া। অনেকের ক্ষেত্রে মাথার সামনের অংশের চুল পড়ে যেতে পারে। এছাড়া দাঁত ও নখের রঙ-ও লাল হয়ে যেতে পারে।
(৫) Fatal familial insomnia(FFI): ভয়াবহ এক অনিদ্রা রোগ
এটি একটি জেনেটিক রোগ ও পুরো বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪০ টি পরিবারের সন্ধান মিলেছে যারা এই বিরল রোগে আক্রান্ত। প্রধান লক্ষণগুলো হচ্ছে, ঘুমোতে না পারা, উচ্চ রক্তচাপ ও পালস রেট বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম ঝরা। এছাড়া অন্যান্য স্বাভাবিক কাজকর্মেও ব্যঘাত ঘটে। এরকমই এক রোগে একটি ইতালীয় পরিবারের সব সদস্য না ঘুমাতে ঘুমাতে এক সময় মারা যায়।
(৬) এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম
এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তির হাত অস্বাভাবিকভাবে নড়তে থাকে। আক্রান্ত ব্যক্তির তার হাতের ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । হাতটি দেখে যেকারোই মনে হবে এটি যেন নিজেই আলাদা একটি জীবিত সত্ত্বা! ভয়াবহ এ রোগে আক্রান্ত ব্যক্তির হাত নিজ থেকেই বিভিন্ন জিনিস ধরতে চেষ্টা করে , সেটা সেই ব্যক্তি চান বা না চান। আর এটি ঘটে মূলত মস্তিষ্কে রক্ত ক্ষরণ, সংক্রমণ, টিউমার কিংবা মস্তিষ্কে অস্ত্রোপচারজনিত সমস্যার ফলে। রোগী বুঝতেই পারে না তার হাত কি করছে। রোগের ভয়াবহ পর্যায় হলো, এক সময় রোগী নিজেই তার হাতের সাথে কথা বলতে শুরু করে। ১৯০৯ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৪০ থেকে ৫০ জন ব্যক্তিকে পাওয়া গিয়েছে যারা এই বিরল রোগে আক্রান্ত ছিল।
(৭) বৃক্ষমানব
আক্রান্ত রোগীর ত্বকের উপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বংশবৃদ্ধি করতে শুরু করে। শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় আগে থেকেই রোগী দুর্বল হয়ে থাকে। এই সুযোগে ভাইরাসটি রোগীর দেহের সব স্থানের ত্বকে ছড়িয়ে পড়ে। ধীরে রোগীর ত্বক গাছের বাকলের মত হয়ে যায়। এখন পর্যন্ত এর কোন কার্যকর ওষুধ তৈরি হয়নি।
(৮) হাইপারট্রিকোসিস
এটি মূলত দেহে হরমোনের তারতম্যের কারণেই হয়। এরফলে দেহে অস্বাভাবিকভাবে চুল গজাতে থাকে। এটি বংশগতভাবে হতে পারে ও ছেলে কিংবা মেয়ে-যে কেউ এই রোগে আক্রান্তও হতে পারে। এই রোগে আক্রান্ত হলে শরীরের অদ্ভূত সব স্থানে চুল গজাতে শুরু করে, যেখানে হয়তো স্বাভাবিকভাবে চুল জন্মায় না। অনেকে এই সমস্যাটি নিয়েই জন্ম নিতে পারে আবার অনেকের ক্ষেত্রে পরবর্তী জীবনে এ সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত রোগীর দেহ অনেকটা নেকড়ে বা ওয়্যার উলফের মত হয়ে যায়।
(৯) আরজিরিয়া বা নীল ত্বক
ফুগেট পরিবার গত ২০০ বছর ধরে এই সমস্যায় আক্রান্ত। বংশ পরম্পরায় এই রোগ এই পরিবারের সবার মাঝে ছড়িয়ে পড়েছে যার ফলে এদের সবার দেহের রঙ নীল বা বেগুনি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে methemoglobinemia । এর ফলে রক্তে অতিরিক্ত হিমোগ্লোবিন তৈরি হতে থাকে। রোগীর শরীরের চামড়া নীল হয়ে যায়, ঠোঁট হয় বেগুনি আর রক্তের রঙ হয় বাদামি। এই রোগ হলে তা বংশ পরম্পরায় চলতে থাকে। যারা বেশি আক্রান্ত হয়ে যায় তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি, এমনকি ঘটে যেতে পারে মৃত্যুও।