ত্রিপুরায় উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত, পাশের হার বেড়ে ৮০.৫১

< 1 - মিনিট |

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এ-বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮০.৫১ শতাংশ

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এ-বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮০.৫১ শতাংশ৷ গত বছরের তুলনায় এ-বছর পাশের হারে ১.৮৯ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ এ-বছরও পাশের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড.ভবতোষ সাহা৷ তাঁর কথায়, এ-বছর পরীক্ষা শেষ হওয়ার ৬৩ দিন পর ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে৷ আগামীবছর আরও তাড়াতাড়ি ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে৷

এদিন তিনি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে কৃতী তালিকায় কোনও পরিবর্তন হয়নি৷ বিজ্ঞান বিভাগে যাঁরা প্রথম দশে স্থান পেয়েছিলেন তাঁরাই উচ্চ মাধ্যমিকের সমস্ত বিভাগে কৃতী হয়েছেন৷ তবে, কলা ও বাণিজ্য বিভাগে তনুশ্রী বিশ্বাস প্রথম হয়েছেন৷ চন্দ্রপুর কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী পাঁচটি বিষয়ে লেটার মার্কস-সহ ৪৫১ নম্বর পেয়েছে৷ পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ১৫৫ জন৷ তাঁদের মধ্যে ছেলে ১৩ হাজার ৯০৬ জন এবং মেয়ে ১৩ হাজার ২৪৯ জন৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news