কলকাতায় অঙ্গ প্রতিস্থাপনের তালিকায় এবার ত্বকও

< 1 - মিনিট |

মৃত ব্যক্তির হৃদযন্ত্র প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । লিভার এবং একটি কিডনি ও ত্বক দান করা হয়েছে এসএসকেএম হাসপাতালে

কে আর সি টাইমস ডেস্ক

আরও একবার কলকাতা শহরে অঙ্গ প্রতিস্থাপন। ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গে পেল পাঁচ রোগী। হৃদপিণ্ড, লিভার, কিডনির পাশাপাশি এবার সেই ব্যক্তির ত্বকও প্রতিস্থাপিত হবে ৷গত বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা বছর ৩৬ এর চিন্ময় ঘোষ । তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগে । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে । সোমবার  সন্ধ্যেয় তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । তারপরই অঙ্গদানে সম্মতি জানায়  চিন্ময়বাবুর পরিবার ।
এরপরই মঙ্গলবার সকালে গ্রিন করিডর করে ওই ব্যক্তির অঙ্গগুলো বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়৷ ওই ব্যক্তির হৃদযন্ত্র প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । লিভার এবং একটি কিডনি ও ত্বক দান করা হয়েছে এসএসকেএম হাসপাতালে । অন্য আর একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ।ইতিমধ্যেই হৃদযন্ত্র প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে  কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গ্রহীতা ডানকুনির বাসিন্দা বছর ২৫ এর  সুরজিৎ পাত্র । হাসপাতাল সূত্রে খবর সম্পন্ন হয়েছে  হৃদযন্ত্র প্রতিস্থাপনের কাজ ।তবে, এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই রোগীকে |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news