জ্বরের সঙ্গে জন্ডিস! পিত্তথলিতে জমতে পারে পাথর

< 1 - মিনিট |

জ্বরের সঙ্গে বমি হতে হলে রোগী এ ক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে

কে আর সি টাইমস ডেস্ক

পিত্তথলিতে সমস্যায় কোনও না কোনও সদস্য ভোগেননি এমন পরিবার সারা দেশে খুব কম পাওয়া যাবে। এর মধ্যে আবার পুরুষদের থেকে মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হন। সাধারণত ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা, জ্বর ও বমি এই রোগের লক্ষণ।

তবে এর বাইরেও নানা উপসর্গ দেখা দেয় পিত্তথলিতে পাথর জমলে। এবার কারণগুলি একনজরে দেখা যাক-

১. ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা ডান কাঁধে ছড়ায় এবং রোগীর বমি হয়।

২. কাঁপুনি দিয়ে জ্বরও অনেক সময় আসতে পারে। এই লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩. তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার বা মাংস খেলে এ রকম ব্যথা হতে পারে। তবে গ্যাসের ওষুধ খেলে এটি সাময়িক ভাবে ভালো হয়ে যায়।

৪. পেটের মাঝখানে ব্যথা হয়। সেখান থেকে একেবারে পেছন দিকে চলে যায়।

৫. জ্বরের সঙ্গে বমি হতে পারে। রোগী এ ক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে।

৬. জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে। পাথর পিত্তনালিতে চলে গেলে সাধারণত এই সমস্যা দেখা দেয়। সে জন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে।

এসব লক্ষণ দেখা দিলে নিজের প্রেসক্রাইব অনুযায়ী গোছা গোছা অ্যান্টাসিড বা ব্যথানাশক ট্যাবলেট না খেয়ে ত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *