এ জন্য সরকারের খরচ হবে ২৪ হাজার ৩০০ কোটি টাকা
২০২১-২২ সালের মধ্যে ৭৫টি নতুন মেডিকেল কলেজ পেতে চলেছে দেশ। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকর। বিকেলে মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে এই ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, আগামী ২০২১ থেকে ২০২২ সালের মধ্যেই ৭৫টি নতুন মেডিকেল কলেজ খোলার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। দেশে আরও ১৫,৭০০ এমবিবিএস আসন যুক্ত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
একুশ সালের মধ্যে গোটা দেশে নতুন আরও ৭৫টি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত মোদির মন্ত্রিসভার। বুধবার বিকেলে মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে এ ব্যাপারে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।তাতে বলা হয়, জেলা স্তরে হাসপাতালগুলির মানোন্নয়ন করে, সেখানে মেডিকেল কলেজ শুরু করা হবে। এ জন্য সরকারের খরচ হবে ২৪ হাজার ৩০০ কোটি টাকা । পাশাপাশি এদিন চিনি রফতানি নীতিও অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০১২ থেকে ২০১৮ সালে চিনির মৌসুমে উদ্বৃত্ত ভান্ডার সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে চলতি অর্থবছরে প্রায় ৬০ লক্ষ টন চিনি রফতানি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।