তামাকের কবল থেকে যুব সমাজকে বাঁচাতে উদ্যোগ ভাঙড় কলেজের

< 1 - মিনিট |

কলেজ পড়ুয়াদের তামাকের নেশা থেকে সচেতন করতে একটি বিশেষ সেমিনারের ব্যবস্থা করল ভাঙড় মহাবিদ্যালয় ও জেলা স্বাস্থ্য দফতর

কে আর সি টাইমস ডেস্ক

তামাক ও তামাকজাত দ্রব্যের ভয়ংকর প্রভাবের প্রকোপে খেয় হারাচ্ছে মানব সমাজ তা সবার জানা। তবুও যুব সমাজ বারবার তামাকের নেশায় মশগুল হয়ে পড়ছে। এতে শুধু পকেট পুড়ছে না, পুড়ছে ফুসফুসও পুড়ছে। তাই কলেজ পড়ুয়াদের সচেতন করতে একটি বিশেষ সেমিনারের ব্যবস্থা করল ভাঙড় মহাবিদ্যালয় ও জেলা স্বাস্থ্য দফতর । তামাক সেবনের কুফল নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বীরবিক্রম রায়, অধ্যাপক নীরুপম আচার্য্য  এবং জেলা টোব্যাকো কন্ট্রোলার মৌলি গুপ্ত, সমাজ সেবক শ্রীতমা ঘোষ প্রমুখ।

  এদিন কলেজে এসংক্রান্ত এক সেমিনারে ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। তামাকের কুফল নিয়ে কলেজ পড়ুয়ারাই ছবি আঁকে। সেরা তিনজনকে পুরষ্কৃত করা হয়। মৌলি গুপ্ত বলেন,  “কলেজের ১০০ মিটারের মধ্যে তামাক সেবন ও বিক্রি করলে ২০০ টাকা জরিমানা করা হবে। ছেলে মেয়েদের সচেতন করার জন্য গোটা রাজ্য জুড়েই আমরা সচেতনতা শিবির করে থাকি”। অধ্যক্ষ জানান, আমরা কলেজের বিভিন্ন জায়গায় হঠাৎ অভিযান চালাই ছেলেমেয়েরা তামাকজাত দ্রব্য সেবন করছে কিনা তা জানতে। আগামীদিনে অভিযান ও সচেতনতা দুটোই সমানতালে চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news