রাজ্যের প্রায় সব প্রতিষ্ঠানেই কমবেশি এই দশা। এর আগে দু’দফা কাউন্সেলিং হয়েছে। তারপরও আসন খালি পড়ে রয়েছে
স্নাতকোত্তরে বাংলা বিভাগে পড়ুয়া জুটছে নাা। রাজ্যের প্রায় সব প্রতিষ্ঠানেই কমবেশি এই দশা। এর আগে দু’দফা কাউন্সেলিং হয়েছে। তারপরও কয়েকটি বিষয়ে আসন খালি পড়ে রয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাংলার। একাধিক কলেজে দেখা যাচ্ছে, সেখানে অর্ধেকেরও কম আসন ভরেছে। মঙ্গলবারের পর আর কাউন্সেলিং হবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে তার পরও আসন পড়ে থাকলে, সেগুলি আর কেন্দ্রীয়ভাবে ভর্তি করা হবে না। তখন কলেজগুলিকে তাদের মতো করে ভর্তি করার নির্দেশ দেওয়া হবে। বাংলার ক্ষেত্রে বলা যায়, স্নাতকস্তরেও ভালো সংখ্যক আসন খালি থেকে গিয়েছিল রাজ্যজুড়ে।
নব বালিগঞ্জ কলেজে বাংলায় স্নাতকোত্তরে ৮০টি আসন রয়েছে। তার মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ৯ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে, যোগমায়া দেবী কলেজে মোট আসনের অর্ধেক ভরেছে বলে জানা গিয়েছে। এই কলেজে বাংলায় ৫০-এর মধ্যে ২৫টি ভরেছে। ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজে পরিস্থিতি আরও খারাপ। সেখানে বাংলায় ১৩০টি আসনের মধ্যে মাত্র ৩০টিতে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন।