কয়েকশো অভিযোগ,খসড়ায় পরিবর্তনের ইঙ্গিত!

2 - মিনিট |

আজ থেকে শংকরদেব কলাক্ষেত্রে নির্বাচন কমিশনের শুনানি গ্রহণ

চয়ন ভট্টাচার্য

শিলচর: ডি লিমিটেশন নিয়ে সারা রাজ্যে কয়েকশ আপত্তি জমা পড়েছে। তাই খসড়া একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
এমনটাই ভাবছেন বিজেপি নেতৃত্বের একাংশ। দলের ভিতরে এমন কথা চলছে খসড়া কিছুটা না বদলালেই নয়। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খসড়া বদলানো হবে এমন কোন ইঙ্গিত দেননি। তিনি বলেছেন ,ডিলিমিটেশন নিয়ে তেমন আপত্তি হচ্ছে এটা তিনি শুনেন নি। যা কিছু হচ্ছে সেটা স্থানীয়ভাবে।যেমন, কোন একটা গ্রাম ঢুকে গেল বা বেরিয়ে গেল। সামগ্রিকভাবে খসড়ার বিরুদ্ধে কোন ধরনের আওয়াজ উঠেনি বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।

যে তালিকাটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে কয়েকশো অভিযোগ জমা পড়েছে গোটা রাজ্য জুড়ে। এত বিশাল সংখ্যক অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুটা যদি সিদ্ধান্ত নির্বাচন কমিশন না বদলায় তাহলে সেটা দৃষ্টিকটু হতে বাধ্য। তবে আমুল পরিবর্তন কিছু ঘটবে না এমনটাই ধারণা করা হচ্ছে।

আগামী কুড়ি জুলাই বরাক উপত্যকার বিভিন্ন দাবি আপত্তির শুনানি গ্রহণ করা হবে। ইতিমধ্যেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বিভিন্ন সংগঠন। সিআরপিসির পক্ষে কিশোর ভট্টাচার্য জানিয়েছেন, ব রাকে আসন কমিয়ে দেওয়া ও বিভিন্ন বিধানসভার যে সীমানা বিন্যাস হয়েছে সে সম্পর্কে তারা তাদের প্রতিবাদ কমিশনের সদস্যদের কাছে তুলে ধরবেন।

ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনকে তাদের আপত্তির কথা জানিয়েছেন। ফোরাম ফোর ডেমোক্র্যাটিক রাইটসের পক্ষে যাচ্ছেন আইনজীবী সৌমেন চৌধুরী সুজিত রায় জয়ন্ত শিকদার ও অন্যান্য রা। সৌমেন জানান বরাকের দুটি আসন কমানোর বিরোধিতা করে বিভিন্ন যুক্তি তিনি কমিশনের কাছে তুলে ধরবেন। বাঙালি নব নির্বাণ সংস্থার প্রতিনিধিরাও যাচ্ছেন। কয়েকটি মনিপুরী সংগঠনের প্রতিনিধিরা যাচ্ছেন। তাদের যেভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ তারা তুলে ধরবেন।

শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিনিধি দল যাচ্ছে গুয়াহাটিতে। শিলচর জেলা কংগ্রেস ছাড়াও প্রতিটি ব্লক থেকেও প্রতিনিধিরা যাচ্ছেন। যতগুলো দাবি আপত্তি জমা পড়েছে এর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে বরাকের দুটি আসন কমানোর প্রতিবাদ জানানো হয়েছে।

সংসদ রাজদীপ রায় করিমগঞ্জ আসন সংরক্ষণ করার প্রস্তাব রেখেছেন। করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত করার কথা বলা হয়েছে খস ড়ায়। এ নিয়ে তার আপত্তি কথা জানিয়েছেন রাজদীপ রায়। সংসদ রাজদীপের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন নিজের নির্বাচনী এলাকার এত সমস্যা সেগুলো ছেড়ে তিনি করিমগঞ্জ নিয়ে বক্তব্য রাখছেন। করিমগঞ্জ সংরক্ষণ তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

তবে ডিলিমিটেশনের খসরা এই নিয়ে এত আপত্তি উঠায় শাসক দলের অনেকে মনে করছেন এতে কিছুটা পরিবর্তন হতে পারে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বুঝতে পারবেন যে জনগণ আসলে ঠিক কি চাইছে ন। তবে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা পরের কথা ।মানুষ কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেই তাদের দাবি আপত্তি জানাতে গুয়াহাটি যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *