দিল্লির সংযুক্তি কেটে যোরহাটের সঙ্গে জুড়ে দেওয়া হল
শিলচর : কাগজ কলের পরিণতি কি হতে চলেছে কাছাড় ওএনজিসির ! কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক আদেশের পর এটাই মনে হচ্ছে।শিলচর ওএনজিসিকে পাঁচগ্রাম কাগজ কলের মত অবস্থায় ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে ।গত ৩১ আগস্ট দিল্লিতে ওএনজিসির উচ্চস্তরীয় এক সভায় ৭ নম্বর এজেন্ডায় শিলচর ওএননজিসির সঙ্গে দিল্লির সংযোগ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন শিলচর ওএনজিসি ছিল অ্যাসেট। এবার এটাকে অবনমন করে করা হয়েছে ফরওয়ার্ড বেস। এটা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত শিলচর ওএনজিসি নিয়ন্ত্রিত হত দিল্লি থেকে। কিন্তু এখন এটাকে ডিমোশন করে যেহেতু ফরওয়ার্ড বেস করা হয়েছে তাই এটা নিয়ন্ত্রণ হবে যোরহাট থেকে। যখন বরাকের প্রাকৃতিক গ্যাসের কথা সরাসরি স্বীকার করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ঠিক তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন কাছাড় ওএনজিসির সব কিছু নিয়ন্ত্রণ করা হবে যোরহাট থেকে। সেই পুরনো দিন আবার ফিরে এলো। অথচ একটা সময় রীতিমতো আন্দোলন করে ফরওয়ার্ড বেস থেকে ২০১৭ সালে এসেটে উন্নীত করা হয়েছিল কাছাড় ওএনজিসিকে। কাছাড় ওএনজিসির এই অবনমনে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।তিনি বুধবার জানিয়েছেন অনেক সংগ্রামের পর ২০১৭ সালে কাছাড় ওএনজিসি এসেট কার্যালয়ে উন্নীত হয়েছিল ।
দিল্লির সঙ্গে সরাসরি সংযুক্ত করে দেওয়া হয়েছিল কাছাড় ওএনজিসিকে। টানা ১০ বছরের সংগ্রামে যে দাবি আদায় করা হয়েছিল সেটা খর্ব করা হচ্ছে দুষ্টচক্রের ষড়যন্ত্রে। দিল্লির সঙ্গে সংযুক্তি কেটে যোরহাটের সঙ্গে পুনরায় সংযোগ করে দেওয়া হচ্ছে ।যা এসেট কার্যালয় থেকে অবনতি ঘটে ফরোয়ার্ড বেস হয়ে যাচ্ছে । এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি বরাক উপত্যকার জনতার সহযোগিতা চেয়েছেন ।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে ওএনজিসির কাগজ কলের মত অবস্থা হয়ে যাবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসছেন ।সেই সফরের দিনে শিলচরের ওএনজিসির ক্ষমতা খর্ব করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানাতে বরাক উপত্যকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক অশোক বৈদ্য। বরাক থেকে এভাবে একটির পর একটি প্রকল্প চলে যাচ্ছে বা অবনমন ঘটছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিসের ভিত্তিতে কাছাড় অ্যাসেটকে ফরওয়ার্ড বেসে অবনমন করা হলো। এটা এখন সবচাইতে বড় প্রশ্ন।