প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের রায়কে দলিল হিসেবে পেশ
গুয়াহাটি: করিমগঞ্জের কাশ্মীরিকরন আটকাতে এই আসন সংরক্ষিত রাখতে হবে। আজ গুয়াহাটিতে শংকর দেব কলাক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে এই বক্তব্য জোরালোভাবে পেশ করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়।নির্বাচন কমিশনের সামনে যখন শুনানি চলছিল তখন শেষ পর্যন্ত বসেছিলেন সাংসদ রাজদীপ রায়।
তিনি নির্বাচন কমিশনারের সামনে করিমগঞ্জ কে সংরক্ষণ করার বিরোধিতা করে তার পরামর্শ ও আপত্তি জানান। শিলচর বা অন্য কোন বিধানসভার এলাকা নিয়ে তিনি কোন বক্তব্য রাখেননি। শিলচর লোকসভা আসন সংরক্ষিত হয়েছে সেটাও তার বক্তব্যে আসেনি। কিন্তু তিনি বিভিন্ন যুক্তির সঙ্গে তুলে ধরে বলেন যে করিমগঞ্জ আসনকে সংরক্ষণ মুক্ত করা উচিত নয়।
এসম্পর্কে কিছু দলিল তিনি কমিশনের সামনে তুলে ধরেন। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের একটি রায়ের উল্লেখ করে তিনি বলেন, প্রাক্তন প্রধান বিচারপতি করিমগঞ্জ লোকসভা আসনকে সংরক্ষিত রাখার পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরেছিলেন যা জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে তিনি তার সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেছিলেন সেটা একটি প্রামাণ্য দলিল হিসেবে রয়েছে। তাই এই যুক্তিকে সামনে এনে করিমগঞ্জ আসনকে সংরক্ষণ মুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন সাংসদ। এই বিচারপতি বালাকৃষ্ণান ,তিনি মানবাধিকার কমিশন সহ বর্তমানে আরেকটি কমিশনার সঙ্গে যুক্ত।
মুসলমান ও খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় যেসব সংখ্যালঘুরা তফসিল মর্যাদায় আসতে চাইছেন তাদের জন্য যে কমিশন তৈরি করা হয়েছে সেটারও তিনি চেয়ারম্যান। এই ধরনের এক ব্যক্তি করিমগঞ্জ লোকসভা আসনকে তফসিলি করার পক্ষে যখন যুক্তি রাখছেন তখন সেটা বিবেচনার মধ্যে আনা উচিত এই যুক্তিতেই দেখিয়েছেন সাংসদ।
কেন করিমগঞ্জ আসনকে সংরক্ষণ মুক্ত করা উচিত নয় এ নিয়ে তিনি অনেকগুলি যুক্তি হাজির করেছেন এর মধ্যে সবচাইতে যেটা বেশি যেটাকে তিনি জোর দিচ্ছেন সেটা হল করিমগঞ্জ জেলার কে যদি কাশ্মীরিকরন না করতে হয় তাহলে এই আসন সংরক্ষিত থাকুক। জাতীয় নিরাপত্তার জন্য করিমগঞ্জ আসনকে সংরক্ষিত রাখার পক্ষে যুক্তি দেখান তিনি।সংসদের এই বক্তব্য অত্যন্ত মন দিয়ে শুনেন মুখ্য নির্বাচন কমিশনার।
ডি লিমিটেশন নিয়ে এই প্রথম কোন বক্তব্য সরকারিভাবে পেশ করলেন সাংসদ। করিমগঞ্জ কেন্দ্রীয় সংরক্ষণ মুক্ত থাকা জাতীয় স্বার্থে প্রয়োজন এটা কমিশনকে মনে করিয়ে তিনি তার যুক্তি দেখান। এ সমস্ত যুক্তিকে এক করে একটি অভিযোগ জমা করেন কমিশনের কাছে।
রাজদীপ বলেন, করিমগঞ্জ জেলার একটি অংশ দেশভাগের পর তিন দিনের জন্য পাকিস্তানে ছিল। তাই নানা দিকে জাতীয় সুরক্ষার দিকে এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তফসিল আসন সংরক্ষণ নিয়ে যেসব নিয়ম রয়েছেসেগুলো সঠিকভাবে মেনে চললে করিমগঞ্জকে সংরক্ষিত রাখতে হয়। শিক্ষা অনগ্রসরতা আর্থিক অনগ্রসতা অনেক ক্ষেত্রেই এই জেলা পিছিয়ে রয়েছে। তাই এধরনের একটি জেলাকে তফসিল এলাকায় রাখা যুক্তিসঙ্গত।
রাজদীপের এই বক্তব্য কি তার দলকে না জানিয়ে তিনি কমিশনকে দিয়েছেন। এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, তিনি বিজেপির জেলা কমিটির রাজ্য কমিটি ও সর্বোচ্চ কমিটি সবাইকেই তার এই বক্তব্যের কথা জানিয়েছেন। দলকে জানিয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন বলে জানান।