গেইটের দুই “পিলার” তৈরী করতে দশ লক্ষ !!

< 1 - মিনিট |

“মডেল ভিলেজ” ছোট দুধপাতিলে উন্নয়নের অর্থের হরির লুট

বিশ্বদীপ গুপ্ত

 

কিছুদিন হলো “মডেল ভিলেজ” এর খাতায় নাম লেখাল ছোট দুধপাতিল, আদর্শ গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ হলো ৫০,০০০,০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। কিন্তু এই টাকা যেভাবে খরচ করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছেনা এলাকার সচেতন নাগরিকদের পক্ষে।

গ্রামের সচেতন মহলের অভিযোগ – “ নিয়ম নীতির” বালাই না করে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে এই টাকা। তুঘলকি ভাবে এক একটা ফলক লাগানো হচ্ছে, যা’তে কাজের সাথে টাকার কোনো মিল নেই”

আদর্শ গ্রামের  উন্নয়নে বরাদ্দ ৫০ লক্ষের ১০ লক্ষ অর্থাৎ ২০%  খরচ দেখানো হচ্ছে  গ্রামের প্রবেশ তোরণেই। “দুটি আর সি সি পিলার আর দুই পিস টিন এর জন্য খরচ ১০ লক্ষ কি করে হতে পারে?” প্রশ্ন তুলেছেন এলাকার অনেকেই। এব্যাপারে গাঁও পঞ্চায়েত সভাপতির সাথে যোগাযোগ করে বিষদ জানতে  চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পাওয়া যায়নি কোনো সদুত্তর।

 

যদিও গেইটের ফলক অনুযায়ী কাজটি “কনস্ট্রাকশন কমিটি’র” মাধ্যমে সম্পাদিত হয়েছে বলে উল্লেখ রয়েছে, কিন্তু গ্রামবাসীরা জানান যে – এধরণের কোনো কমিটি তৈরী হয়েছে বলে তাদের জানা নেই। যদিও বা কোনো কমিটি গঠন করা হয়েও থাকে তা শুধু মাত্র কাগজে পত্রেই সীমাবদ্ধ থেকে গেছে। কাজ বাস্তবায়িত হওয়ার ব্যাপারে কমিটির কোনো ভূমিকাই ছিলোনা।

সম্পূর্ণ কাজই তৎকালীন বিধায়কের বিশ্বস্ত দু’একজনের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে।

এলাকাবাসীরা আরও জানান যে- শুধু এই গেইটই নয়, প্রতি প্রত্যেকটি প্রকল্পের মধ্যেই রয়েছে বিস্তর অনিয়ম। উনাদের তরফে বিভাগীয় কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও করোনাকালীন বিভিন্ন প্রতিকূলতার জন্য তা সম্ভব হয়ে উঠেনি। তবে অতি সত্ত্বর তারা বিভাগীয় তদন্তের দাবী জানিয়ে DRDA এবং জেলাধিপতির দ্বারস্থ হবেন বলে জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *