প্রকাশিত হলো শিলচর পুর নিগমে গ্রামের খসড়া ভোটার তালিকা

3 - মিনিট |

১৫ মে ভিতরে দাবি ও আপত্তি জানাতে হবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর পুর নিগমের খসড়া তালিকা আজ প্রকাশিত হয়ে গেল। ওয়ার্ড ডিলিমেটিশন কমিটির রিপোর্টে ৪২ টি ওয়ার্ড থাকছে। আর এই ওয়ার্ডগুলির সীমানা নভেম্বরের জারি করা নোটিফিকেশনের ভিত্তিতেই হবে। ডিলিমিটেশন কমিটির বৈঠকের পর এই রিপোর্টই দেওয়া হয়েছে। গত মার্চে ডি লিমিটেশন কমিটির বৈঠক হয় । ৮ মে প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়।

এই ভোটার তালিকা সম্বন্ধে যাদের কোনো দাবি বা আপত্তি আছে সেটা ১৫ মের মধ্যে জানাতে হবে। ২২ মের ভেতরে সমস্ত দাবি এবং আপত্তির নিষ্পত্তি করা হবে। ২৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ নির্বাচন কমিশনারের এই বিজ্ঞপ্তি থেকে একটা কথা পরিষ্কার যে পুর নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এতদিন একটা খটকা ছিল যে বিভিন্ন ওয়ার্ডের এলাকা নির্ধারণ করা হয়নি। কিন্তু নভেম্বরে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটার অনুমোদন দিয়েছে ডি লিমিটেশন কমিটি।

এব্যাপারে জেলা উন্নয়ন আধিকারিক রাজীব রায় জানান ডি লিমিটেশন কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে। তারা নভেম্বরের নোটিফিকেশন মত ওয়ার্ডের সীমানা নির্ধারণ করতে সম্মত হয়েছে। যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে দাবি এবং আপত্তি জানানোর সময়সীমা দেওয়া হয়েছে। ১৫ মে ভিতরে দাবি ও আপত্তি জানাতে হবে। আর ২২ তারিখের ভিতরে সবগুলি দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা ২৯ মে প্রকাশিত হওয়ার বিজ্ঞপ্তি জারির পরে পুর নিগমের নির্বাচন হবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তি জারির অর্থ এই নয় নির্বাচন হবেই। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তাই বিজেপির সম্ভাব্য দাবিদাররা আশাবাদী নির্বাচন হচ্ছেই। তবে লোকসভা নির্বাচনের আগে নির্বাচন করানো হবে এমন সম্ভাবনা কম। আবার এটাও ঠিক সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গেলে নির্বাচন হতেও সময় লাগবে না। তবে সব কিছু নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *