বিকল্প রেল- সড়ক‌ সহ বরাকের গুচ্ছ দাবি

2 - মিনিট |

নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল আকসা

চয়ন ভট্টাচার্য

বরাক উপত্যকা সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু নির্দিষ্ট দাবি পেশ করল ছাত্র সংগঠন আকসার এক প্রতিনিধি দল। গত ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একটি স্মারকপত্রের মাধ্যমে এই দাবি জানানো হয়। এসম্পর্কে বিস্তারিত জানিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ বলেন, বিকল্প সড়ক নির্মাণ ,বিকল্প রেললাইন, মহাসড়কের কাজ শেষ করা ও পাথারকান্দি লালা , কাটিগড়াকে মহকুমায় উন্নীত করার যে কথা ঘোষণা করা হয়েছিল সেটা কার্যকর করার দাবি জানানো হয়েছে।

এছাড়াও শিলচরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার স্থাপনের দাবিও জানানো হয়। শিলচরের ক্রমবর্ধমান ট্রাফিক জ্যাম সমস্যা সমাধানের জন্য এটা খুব জরুরি একথা তারা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে বলেছেন। এছাড়া শিলচর মেডিকেল রোডকে অবৈধ দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়। এই রাস্তায় বহু জায়গায় অবৈধ দখলদাররা রয়েছে। এদের উৎখাত করার জোরালো দাবি জানিয়েছে আকসা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

বিকল্প রেললাইন সম্পর্কে স্মরকপত্রে উল্লেখ করা হয়, ইতিমধ্যে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প
রেল লাইনের সমীক্ষা অনুমোদন করা হয়েছে। এসম্পর্কে রাজ্য সরকার যাতে রেলকে চাপ সৃষ্টি করতে পারে তার দাবি জানানো হয়। শিলচরের গ্রীনফিল্ড এয়ারপোর্টের কাজ দ্রুত শেষ করার কথাও বলেছে আকসা। মানুষ এই প্রকল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়।

দুধপাতিলে আরো একটি সেতুস্থাপনের দাবি জানিয়ে আকসা বলেছে ,যে সেতুটি নির্মাণ করা হয়েছে তাতে দুধপাতিলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তাই আরেকটি সেতুর দাবি জানায় আকসা। এছাড়া শিলচর শহরের নিকাশি সমস্যা নিয়েও ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান হয়। বিশেষ করে বরাক উপত্যকার শহরগুলোর জন্য মাস্টার ড্রেনেজ প্রকল্প মঞ্জুরের দাবি জানান হয়। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের গাইডলাইন মেনে এই মাস্টার ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন জরুরি বলে আকসা মনে করে।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে সত্যিকার অর্থে মাল্টি স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি জানিয়েছে আকসা।আউটডোর সহ যাবতীয় বিভাগ একই ছাদের তলায় আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে আকসা মনে করে। এছাড়া করিমগঞ্জ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবিও জানানো হয়।শিলচর থেকে দিল্লি ব্যাঙ্গালোর ও কলকাতারসরাসরি ট্রেন যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যা থেকে যাচ্ছে ‌। সরাসরি যেতে হলে অনেক সময় লামডিং , গুয়াহাটিতে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়।

এই সমস্যা সমাধানের দাবিও জানানো হয়। শিলচরে রেল ডিভিশন ঘোষণা করার একটা দাবি ২০১৪ সাল থেকে করা হয়ে আসছিল। এই দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। প্রত্যেকটি সরকারি ও বেসরকারি কলেজে স্কুলে শিক্ষাপ্রতিষ্ঠান সিসিটিভি নজরদারির বসানোর কথা উল্লেখ করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের শূন্য শিক্ষক পদগুলি দ্রুত পূরণের দাবি জানিয়েছে-আকসা। শিলচরের সেবার জোনাল অফিস স্থাপনের দাবিও আছে আকসার স্মারকপত্রে।

শন বিল আধুনিকীকরন করে একটা পর্যটন কেন্দ্র করে তোলার দাবি জানিয়ে আকসা বলেছে,শন বিল একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তাই এই ব্যাপারে সরকারকে বিশেষ দৃষ্টি দিতে আহ্বান জানিয়েছে আকসা। সাংবাদিক সম্মেলনে রুপম নন্দী পুরকায়স্থ বলেন মুখ্যমন্ত্রী তাদের এই সমস্ত দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন। এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আকসূ এই আলোচনার ও সাক্ষাৎকারের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকসার অহ্বায়ক শাহিদুর রহমান, উপদেষ্টা বিশ্বজিৎ দেব, কনভেনার মধুমিতা দে, রাজীব পাল জয়শ্রী নাথ ও সুকমল দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *