বিশ্বকাপের মাঝে চাকরি হারালেন জনৈক ধারাভাষ্যকার

< 1 - মিনিট |

কাতার বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে প্রসঙ্গক্রমে হাকান শুকুরের নাম উচ্চারণ করায় চাকরি খুইয়েছেন আল্পের বাকিরসিগিল নামের এক তুর্কি সাংবাদিক

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

হাকান শুকুর, বিখ্যাত তুর্কি ফুটবলারের নাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের জন্য অনেক সম্মান এনেছেন এই ফুটবলার। অথচ কাতার বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে প্রসঙ্গক্রমে হাকান শুকুরের নাম উচ্চারণ করায় চাকরি খুইয়েছেন আল্পের বাকিরসিগিল নামের এক তুর্কি সাংবাদিক। ঘটনাটি ঘটে কানাডা-মরক্কোর ম্যাচ চলার সময়ে। খেলা শুরুর চার মিনিটের মাথায় গোল করেন মরক্কোর হাকিম জিয়েচ। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজ দেশের গর্বের কথা তুলে আনেন আল্পের। তিনি বলেন, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোল করার রেকর্ড আছে একজন তুর্কি ফুটবলারের, তিনি হাকান শুকুর।

Advertisement | InfoCom Solutions
Follow Us

ঘটনা হলো, বিখ্যাত ফুটবলার হলেও হাকান শুকুর বর্তমানে একজন পলাতক নেতা। ২০০২ বিশ্বকাপে ১১ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। ফুটবলার হিসেবে তুরস্কে নমস্য ছিলেন তিনি। কিন্তু সমস্যা শুরু হয় খেলা ছাড়ার পর। বিরোধী রাজনীতিতে জড়িয়ে সরকারের কোপানলে পড়েন তিনি।
চাপের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাবেক এই ফুটবলার। সেখানে ট্যাক্সি চালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তুরস্কের সরকার আমার সব কেড়ে নিয়েছে। আমার স্বাধীনতা, কথা বলা এবং কাজ করার অধিকার সব। আমি অনৈতিক কিছুই করিনি।’
আল্পের বাকিরসিগিলের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে দেশের পলাতক নেতার নাম উচ্চারণ করেন তিনি। এমনকি এই অভিযোগে ম্যাচ শেষেই চাকরি হারালেন তিনি। সরকারের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছে ওই ধারাভাষ্যকারের টিভি চ্যানেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *