সহাবস্থানের নীতি মেনে নিয়ে চলতে আদিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মহাসভা
শিলচর : মনিপুরের সাম্প্রতিক ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। এই ঘটনার পেছনে বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে হিন্দু মহাসভা। এক বিবৃতিতে মহাসভা বলেছে,গত কয়েকদিন থেকে মনিপুরের পার্বত্য জেলাগুলিতে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে সেটা অত্যন্ত উদ্বোধন। সহাবস্থানের নীতি মেনে নিয়ে চলতে আদিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মহাসভা। অখিল ভারত হিন্দু মহাসভার উত্তর-পূর্ব সভাপতি বিশ্বদীপ গুপ্ত ব্যবস্থা নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত কয়েকদিন থেকে হিংসায় জ্বলছে গোটা মনিপুর। পার্বত্য জেলা গুলিতে জারি করা হয়েছে কার্ফু। কল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মনিপুরের ডাকে ট্রাইবাল স্যলিটারিটি মার্চের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে পার্বত্য জেলাগুলিতে। মৈথৈদের আদিবাসী হিসাবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয় মনিপুরের চোরাচাঁদপুর জেলায়। এয়ারপোর্ট থেকে হিংসার ছড়িয়েছে রাজ্য জুড়ে।