কিসের উন্নতি ১০ মিনিটের বৃষ্টিতে ডুবে যায় শহর
শিলচর: শিলচরের প্রচুর উন্নতি হয়েছে।এক কথায় অভাবনীয় উন্নতি।এই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এই টুইট করেছিলেন সাংসদ রাজদীপ রায়। আর রাজদীপ রায়ের টুইটের উপর টুইট করেছেন প্রধানমন্ত্রী। শিলচরের সাংঘাতিক উন্নতি হয়েছে। আর এই টুইট নিয়ে শুরু হয়েছে বিরোধীদের নানা মন্তব্য। অনেকেই বলছেন গত কয়েক বছরের শিলচরের কোন উন্নতি কার্যত হযনি। শুধুমাত্র বিধাক এলাকার তহবিলের রাস্তা নির্মাণ ছাড়া আর কি কাজ হচ্ছে।
গত বন্যার সময় পুরো শিললচর বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এই বন্যার ক্ষতিপূরণ পাননি হাজার হাজার মানুষ।এনিয়ে সাংসদ সুস্মিতা দেব বললেন, শিলচরের কি উন্নতি হয়েছে তার প্রমান তো আজকে সকালে শিলচরের মানুষ দেখেছে। ১০ মিনিটের বৃষ্টিতে শিলচর জলমগ্ন হয়ে গেল। উন্নয়নের এমন নাজির আর কি আছে। বাকিগুলো না হয় এখন নাই বা বললাম।
রাজদীপ টুইট করেছেন শিলচরের মানুষ উন্নয়ন কাকে বলে ভুলে গিয়েছিলেন। এখন উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে। আর এতে সমর্থন করে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সমর্থন আদায় করতে এই টুইট করেছেন রাজদীপ। মন্তব্য করলেন সুস্মিতা। ইতিমধ্যে শিলচরের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বেতুকান্দির বাঁধ সময়মতো শুরু না হওয়ায় শিলচরে যে কোন সময় বন্যা হতে পারে।
এনজিওদের চাপে পড়ে এখন বাঁধের কাজ শুরু হলেও বৃষ্টির জন্য আবার বন্ধ আছে। হিউমেন্স অফ শিলচর সহ বিভিন্ন সংগঠনের কর্তারা ব্যতিকান্তি বাদ পরিদর্শনে যান গত মাসে। গিয়ে তারা দেখেন কোন কাজকর্ম হয়নি। তারপর এ নিয়ে প্রচণ্ড তোলপাড় হয়। জেলা প্রশাসন বাধ্য হয়ে কাজ শুরু করার নির্দেশ দেয়। কিন্তু কাজ শুরু হলেও বৃষ্টি নেমে যাওয়া শেষ পর্যন্ত কাজ বন্ধ রাখতে হয়। বৃষ্টি এখনো কমছে না ।তাই ধরে নেওয়া যায় বর্ষার সময় আর বেতুকান্দির কাজ হবে না।
এছাড়া সিভিল হাসপাতালে অবস্থা শোচনীয়। হাসপাতালটিকে ৩০০ শয্যার করার কথা ছিল কিন্তু সেই কাজ এখনো হয়নি। ট্রাফিক ব্যবস্থা চূড়ান্তভাবে বেহাল। নির্বাচনে ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ফ্লাইওভার করার কিন্তু সেই ফ্লাইওভার এখনো হয়নি। সড়কের কাজ এখনো হয়নি ফলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত। বর্ষার সময় পাহাড় লাইনে ধস ।নামায় রেল চলাচল প্রায় ব্যাহত হয়।
তাই শিলচর লোকসভা কেন্দ্রের উন্নতি হয়েছে এই কথাটা বিশ্বাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। এই টুকুটের মাধ্যমে আসলে প্রধানমন্ত্রী কে দিয়ে উন্নয়নের কথাটা বলাতে চাইছেন সাংসদ। এভাবে নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি বুঝিয়ে দিতে চাইছেন সাংসদ হিসেবে তিনি কতটুকু সফল। কিন্তু শিলচরের মানুষ ভালো করেই জানেন কি উন্নতি হয়েছে এই জায়গা র।