এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন মণিপুর ও বরাক উপত্যকার বিশিষ্ট বুদ্ধিজীবীরা
শিলচর : আগামী রবিবার ১৩ আগস্ট শিলচর রাজিব ভবনে কেআরসি ফাউন্ডেশন ও বরাক মনিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি শান্তি আলোচনার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন মণিপুর ও বরাক উপত্যকার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। মনিপুরের বুদ্ধিজীবীরা এখানে ব্যাখ্যা করবেন মণিপুরে আসলে কি ঘটছে। অনেক ঘটনা যেগুলো জাতীয় মিডিয়ায় প্রকাশ্যে আসেনি সেগুলোই তারা তুলে ধরবেন।
কে আরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বদীপ গুপ্ত জানান মনিপুরের ঘটনার প্রভাব উপত্যকা পড়তে বাধ্য। তাই মনিপুরের ঘটনা সম্বন্ধে এই উপত্যকার মানুষের মধ্যে চেতনা জাগ্রত হওয়ার প্রয়োজন রয়েছে। না হলে ভবিষ্যতে এই উপত্যকার মানুষের সংকটে পড়বেন। এছাড়া মনিপুরের উন্নয়নের সঙ্গে বরাকের উন্নতি জড়িত রয়েছে।
এই উদ্দেশ্যকে সামনে রেখে কেআরসি ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই শান্তি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবারের এই অনুষ্ঠান সূচিতে রয়েছে স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর টিকেন্দ্রজিতের প্রতিকৃতিতে মাল্যদান। তারপরেই শুরু হবে শান্তি আলোচনা। শীর্ষক হল “মনিপুর ক্রাইসিস ফ্যাক্ট থটস এন্ড ওয়ে ফরওয়ার্ড। “এতে বক্তব্য রাখতে আসছেন মণিপুরের বিশিষ্ট বুদ্ধিজীবীরা।
মনিপুরে যে আশ্রয় গুলো খোলা হয়েছে সেই শিবিরের ত্রাণ পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছে ফাউন্ডেশন এর পক্ষ থেকে। কোন আর্থিক নয় কাপড় বই খাতা পেন্সিল এই সমস্ত সামগ্রী দিয়ে সাহায্য করতে বরাকবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে। এর জন্য একমাস ব্যাপী একটি অভিযানের শুরু হবে এই 13 আগস্ট থেকে। এ প্রক্রিয়ায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশ্বদীপ গুপ্ত।