৫৯ কোটি টাকার এ প্রকল্পের এই যদি হাল হয় মাত্র একদিনে তাহলে বাকি কাজগুলো কি হয়েছে সেটা সহজে অনুমান করা যায়
শিলচর : বেতু কান্দিতে সুইচগেটের নিচের অংশ ধষে যাওয়া জন্য হঠাৎ জলের স্রোতকে দায়ী করলো জল সম্পদ বিভাগ। তাদের বক্তব্য হলো এটা আসলে হঠাৎ জল জলের স্রোত এসে যাওয়ায় হয়েছে। জল সম্পদ বিভাগের এই বক্তব্য থেকে একটা কথা পরিষ্কার যে পুরোপুরি তৈরি না হওয়ার আগেই উদ্বোধন করা হয়েছে।
আরো পরীক্ষা নিরীক্ষার পরে উদ্বোধন করাটা উচিত ছিল। কিন্তু সেটা না করে রাজনৈতিক লাভ নেওয়ার জন্য খুব তড়িঘড়ি উদ্বোধন করানো হয়েছে। ৫৯ কোটি টাকার এ প্রকল্পের এই যদি হাল হয় মাত্র একদিনে তাহলে বাকি কাজগুলো কি হয়েছে সেটা সহজে অনুমান করা যায়। জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে ।কিন্তু যদি বৃষ্টি বেশি হতো তাহলে কি করতেন জল সম্পদ বিভাগের কর্মকর্তারা এটাই হল বড় প্রশ্ন।