সংরক্ষিত হওয়ার সম্ভাবনায় মেয়র পদের গুরুত্ব বাড়ছে শিলচর বিজেপিতে

2 - মিনিট |

শিলচর লোকসভা আসন তফসিলি ঘোষিত হতে পারে এমন সম্ভাবনা দেখা যেতেই পুর নির্বাচনে মেয়র পদের কদর হঠাৎ বেড়ে গেছে

চয়ন ভট্টাচার্য

পুর নির্বাচনের সময় ঘোষিত না হলেও এই নির্বাচন নিয়ে কিন্তু শাসক দলে তৎপরতা তুঙ্গে। যত সময় যাচ্ছে বিজেপি দলে মেয়র পদে দাবিদারের সংখ্যা যেন ততই বেড়ে যাচ্ছে। অনেকের নামই এখন উঠে আসছে। যখন পুর নিগমের নির্বাচনের কোন নাম গন্ধ ছিল না, তখনই দিলীপ পালের নাম উঠে এসেছিল। এরপর অভ্রজিত চক্রবর্তী ও কনাদ পুরকায়স্থের নাম এখন চর্চায়।কিন্তু এইসব নামের মাঝখানে আরো কিছু নাম উঠে আসছে। এই তালিকায় আছে হেমাঙ্গ শেখর দাস ,শান্তনু নায়েক ও বিরেশ ব্যানার্জীর নাম। আবার কোন কোন মহল থেকে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেবের নাম উঠে আসছে। যত সময় যাবে অনেক নামই উঠে আসবে। এখন যে নামগুলো উঠে আসছে তার মধ্যে হেমাঙ্গ শেখর দাস বিজেপির বহুদিনের পুরনো কর্মী। যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক জেলা

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

বিজেপির প্রাক্তন সভাপতি সহ বিভিন্ন দায়িত্বশীল পদ তিনি সামলে এসেছেন। বিজেপি জেলা কমিটিতে বিভিন্ন গোষ্ঠী সক্রিয় থাকলেও তিনি সব গোষ্ঠী থেকে একটা সম দূরত্ব রেখে চলেছেন। বিভিন্ন নির্বাচনের টিকিট চেয়েও তিনি পাননি। তাই এবার তার নামটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে বলে মনে করছেন তার সমর্থকরা। শান্তনু নায়েক বিজেপির উপ-সভাপতি ছিলেন একটা সময়। এখন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত।

তাই একটি মহল থেকে তাকেও এই পদে বসানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। শান্তনু নায়েক আরএসএসের শাখা অধিবক্তা পরিষদের সঙ্গেও যুক্ত। তাই তার নামও বিবেচিত হবে। বীরেশ ব্যানার্জীর দীর্ঘদিন থেকে বিজেপি সংগঠনের সঙ্গে জড়িত। তার স্ত্রী প্রয়াত অমিয়া ব্যানার্জি একসময় শিলচরের পুর কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিজেপি দলের বিভিন্ন পদে বিভিন্ন সময় ছিলেন ব্যানার্জি। তাই একাংশ এই মেয়র পদে তাকেও তুলে ধরতে চাইছেন। শিলচর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মঞ্জুল দেব অবশ্যই এই পদের অন্যতম দাবিদার হতে পারেন।

এ সমস্ত দাবিদারদের মধ্যে বিজেপির সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্ক রাখার ক্ষেত্রে এগিয়ে আছেন হেমাঙ্গ শেখর দাস। বিজেপি যদি পুর রাজনীতির সঙ্গে জড়িত নন, এমন কিছু নাম সামনে আনতে চায় তাহলে এদের নাম অবশ্যই আসবে।তাই দিন যতই ঘনিয়ে আসছে বিজেপি দলে মেয়র পদপ্রার্থী প্রত্যাশীর তালিকা ততই দীর্ঘ হচ্ছে।

এছাড়া শিলচর লোকসভা আসন তফসিলি ঘোষিত হতে পারে এমন সম্ভাবনা দেখা যেতেই পুর নির্বাচনে মেয়র পদের কদর হঠাৎ বেড়ে গেছে। কারণ বিজেপির ও অ -তফসিলি যারা আছেন এই শহরে তাদের কাছে এখন এটাই একমাত্র বিকল্প। কারণ শিলচর বিধানসভা ছাড়া অন্য কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার মত নেই। এর ফলে হঠাৎ মেয়র পদের কদর বেড়ে গেছে। তাই বিজেপি এক্ষেত্রে খুব চিন্তা করে সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক। আর এক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা বলা বাহুল্য মাত্র। তাই মেয়র পদ নিয়ে অনেক জল ঘোলা হবে এটাও নিশ্চিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *