বারবার সিবিআই তদন্তের দাবি উত্থাপিত হলেও কার্যক্ষেত্রে কিছুই হয়নি
উনিশ বছর হয়ে গেলেও রণবীর রায় হত্যাকাণ্ডের জট উদঘাটিত হয়নি। বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে ।হত্যাকাণ্ডে প্রভাবশালী মহলের যোগসাজশ রয়েছে বলেই সব কিছু ফাইল চাপা রয়েছে। সিবিআই তদন্তের কথা এক সময় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজ মুখে ঘোষণা করেছিলেন,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
রণবীর রায় হত্যাকাণ্ডের এই নির্মম পরিণতি কোনও অবস্থায়ই মেনে নেওয়া যায় না।রবিবার, রণবীর রায়ের ১৯তম প্রয়াণ বার্ষিকীতে বরাক নাগরিক সংসদ-এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ ভাবেই তাঁদের ক্ষোভের কথা ব্যক্ত করেন।
বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে বলেন ,বারবার দাবি উত্থাপন করার পরও কোনও রাজনৈতিক মহল থেকে এ ব্যাপারে বিন্দুমাত্র সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকী নির্বাচনী ময়দানে রণবীর রায়ের সর্বাত্মক সহযোগিতায় যাঁরা জনপ্রতিনিধি হয়েছিলেন,তাঁদেরও ছিল নীরব ভূমিকা।
রণবীর রায়ের পত্নী অনিতা রায়,কন্যা বাসবী রায় দিসপুর- দিল্লিতে অনেক দৌড়ঝাঁপ করলেও বিষয়টিতে কেউ কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। এই ভাবে চরম যন্ত্রণাক্লিষ্ট হয়ে রণবীর রায়ের পরিবারকে এত গুলো বছর কাটাতে হয়েছে। বারবার সিবিআই তদন্তের দাবি উত্থাপিত হলেও কার্যক্ষেত্রে কিছুই হয়নি। এই অবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অবশ্যই সব কিছু নতুন করে ভাবতে হবে।
নতুবা আইনের শাসন বলে কিছুই থাকবে না। কিছুদিনের মধ্যেই বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে কয়েক জন সাংবাদিককে রণবীর রায় স্মৃতি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে ,জানান শংকর দে।
ইউনিয়ন টেরিটোরি ডিমান্ড কমিটি সভাপতি সভাপতি সঞ্জীত দেবনাথ তাঁর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিভিন্ন ঘটনা প্রবাহের কথা তুলে ধরেন। বলেন ,দেরিতে হলেও এই ঘটনার যদি সুবিচার না হয় ,হত্যাকারীরা যদি শাস্তি না পায় তাহলে সেটা একটা অন্যায় বলে বিবেচিত হবে। সব সময় এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক চয়ন ভট্টাচার্য ও সুবীর দত্ত।
Promotional | KRC Foundation