আতঙ্কিত উদ্বাস্তু বাঙালিরা
শুভ্রকান্তি ভট্টাচার্য : এনআরসির ভিত্তি বর্ষ ১৯৫১ চায় প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপির কার্যকরী সভায় এরকমই একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কবিতা বলেছেন, সরকার ৭১ সালকে ভিত্তি বর্ষ হিসেবে মানছে। কিন্তু বিজেপি দল হিসাবে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ করতে চায়। আজ এই গুরুত্বপূর্ণ তথ্য জানালেন ভবেশ কলিতা। দুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, ১৯৫১ সাল কে ভিত্তিবর্ষ করতে চায় রাজ্য সরকার। তবে এক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইন বা কা কার্যকর করতে হবে। কিছুটা সেই সূত্র ধরেই প্রদেশ বিজেপি ১৯৫১ সালকে এনআরসির ভিত্তিবর্ষ করতে চাইছে।
এনিয়ে এখনো দলে পাকা সিদ্ধান্ত নেওয়া না হলেও বিষয়টি বিষয়টি নিয়ে সদস্যই একমত। এই যদি বিজেপির স্থিতি হয় তাহলে এর অর্থ হল, যে এনআরসি এখন হয়েছে, সেটাকে মানা হবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বাস্তবায়িত করতে চাইছে প্রদেশ বিজেপি। কিন্তু ১৯৫১ সাল কে ভিত্তিবর্ষ ধরলেও নাগরিকত্ব আইন বিষয়েও আলোচনা হয়েছে কিনা এনিয়ে কোন কিছু খোলসা করেননি ভবেশ কলিতা । বিজেপি যে ১৯৫১ সালের পক্ষেই আছে এটাই তিনি বলেছেন। এখন দলীয়ভাবে বিজেপির এই সিদ্ধান্তে একটা কথা স্পষ্ট এন আর সি এখন আর কার্যকর হবে না।
কারণ ১৯৫১ সালকে এনআরসির ভিত্তিবর্ষ করতেসুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে ক্ষেত্রে রাজ্য সরকার ১৯৫১ সালের পক্ষেই হয়তো যেতে পারে। যদিও রাজ্য সরকারকে এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালকেই ভিত্তি বর্ষ হিসেবে মানতে হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন ,যে সরকারিভাবে রাজ্য সরকার হিসেবে আমাদের ১৯৭১ সালকে মানতে হবে। কিন্তু সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন যদি আসে তাহলে ১৯৫১ সাল কেই সমর্থন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মতোই প্রদেশ বিজেপির কার্যকরী সভায় এই ৫১ সালের পক্ষে থাকবে দল এটাই স্পষ্ট। তবে নাগরিকত্ব আইন কার্যকর না করে ৫১ সাল চালু হবে কিনা এটাই এখন বড় প্রশ্ন।
এক্ষেত্রে নাগরিকত্ব আইনের যদি রুলস তৈরি না করা হয় ,আর সরকার যদি ১৯৫১ সাল কে ভিত্তি বর্ষ হিসেবে মেনে নেয় তাহলে লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্তুদের ভাগ্যে কি ঘটবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কা ,৫১ ভিত্তিবর্ষ ও ডিলিমিটেশন এই তিনটি বিষয় মিলিয়ে তার কাছে প্যাকেজ রয়েছে। এই তিনটির প্রতিটি কার্যকর করা হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু বিজেপির সভায় এ ধরনের কোন বিষয়ে আলোচনা এখনো হয়নি। বা প্রদেশ বিজেপি সভাপতি প্রবেশ কলিতা এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
সব মিলিয়ে একটা বিষয় এখানে পরিষ্কার ১৯৭১ সালকে এনআরসির ভিত্তিবর্ষ মানতে চাইছে না বিজেপি। ১৯৫১ সালের পক্ষেই বিজেপি আছে। তবে অন্য সংগঠনগুলো মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছে ,নাগরিকত্ব আইন মেনে নিয়ে কিভাবে ১৯৫১ সাল কে ভিত্তি বর্ষ করা যায়। এটা মুখ্যমন্ত্রীর পরস্পর বিরোধী মন্তব্য বলে তারা অভিযোগ করেছে। কিন্তু এই সিদ্ধান্তের উপর লক্ষ লক্ষ উদ্বাস্তুর ভবিষ্যৎ নির্ভর করছে। উদ্বাস্তুদের ৯০ শতাংশই বিজেপির ভোটার।
তাই ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ করলেও কা কার্যকর করার বিষয়টি ও বিজেপিকে দেখতে হবে। এটা দেখা হবে কারণ মুখ্যমন্ত্রী বলেছেন কা কার্যকর করা হবে। তবে প্রশ্নটা হল একবার যদি রাজ্য সরকার ১৯৫১ সালকে মেনে নেয় তাহলে ভবিষ্যতে কোন সমস্যা দাঁড়াবে কিনা?যার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই ভবেশ কলিতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকা সিদ্ধান্ত এখনো না নেওয়া হলেও এই সিদ্ধান্ত যে নেওয়া হবে সেই ইঙ্গিত তিনি দিয়েছেন।