ব্যতিক্রমী

< 1 - মিনিট |

ছিন্নমূল প্রান্তিক মানুষের জীবনযন্ত্রণার কথা উঠে এসেছে তাঁর সাহিত্যে। সাদামাটা পোশাক, গলায় গামছা জড়ানো মানুষটি দলিত সাহিত্যকে ভাষা দিতে কলম ধরেছেন

অনিমেষ সাহা

ছোটোলোকের সাহিত্যচর্চাকারী হিসাবে চিহ্নিত করেন। ছিন্নমূল প্রান্তিক মানুষের জীবনযন্ত্রণার কথা উঠে এসেছে তাঁর সাহিত্যে। সাদামাটা পোশাক, গলায় গামছা জড়ানো মানুষটি দলিত সাহিত্যকে ভাষা দিতে কলম ধরেছেন। বাংলাদেশের বরিশাল থেকে উদ্বাস্তু হয়ে এপার বাংলার বিভিন্ন ক্যাম্পে দিনযাপন, নকশাল আন্দোলনে যুক্ত হয়ে জেল খাটা, এবং জীবিকার প্রয়োজনে চায়ের দোকানে কাপ-প্লেট ধোয়া, গোরুছাগল চরানো, শ্মশানে ডোমের কাজ, এমনকী স্কুলে মেথরের কাজ থেকে শুরু করে শহরের রাস্তায় রিকশা চালানো,শিয়ালদহর কোলে মার্কেটের রাস্তায় নারকোল বিক্রি থেকে শুরু করে হরেক কাজে জীবন জড়িয়েছেন তিনি। পাশাপাশি সমানতালে সাহিত্যচর্চা। জেলজীবন তাঁকে দিয়েছে অনেক অভিজ্ঞতা। তাই তো তিনি অনায়াস বলতে পারেন, জেলে থেকে তিনি বিভিন্ন ধরনের মানুষকে চিনেছেন, জেনেছেন। ভালোমন্দ বোধ তাকে পরিপুষ্ট করেছে। কিন্তু বাইরের জগতে পোশাকে ঢাকা আপাত দুর্বৃত্তদের চেনা বড় দুষ্কর। তার ঝুলিতে রয়েছে পঞ্চাশের বেশি পুরস্কার। এ পর্যন্ত তাঁর বইয়ের সংখ্যা সতেরো। দুটো হাঁটা প্রতিস্থাপিত হয়েছে। এরকম প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি দিন গুজরান করেন মুকুন্দপুরের হেলেন কেলার ইনস্টিটিউটে রান্নার কাজে। সম্প্রতি এহেন মনোরঞ্জন ব্যাপারীর লেখা ওয়েস্টল্যান্ড একা, ছেঁড়া ছেঁড়া জীবন, ছন্নছাড়া, বাতাসে বারুদের গন্ধ প্রকাশ পেয়েছে অক্সফোর্ড বুকস্টোর থেকে। প্রকাশ অনুষ্ঠানে আড্ডায় ছিলেন কবি সুবোধ সরকার, জয়দীপ ষড়ঙ্গী এবং স্বাতী মৈত্র।  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *