লোকজীবন নিয়ে মানুষে্র বরাবরের কৌতূহল। আর সেই কৌতূহল থেকেই বাউল ফকির বা লোকশিল্প নিয়ে নানা পার্বণে উপস্থিত থাকেন মানুষ। এমনই এক পরিবেশে বাংলার্ট আয়োজন করেছে বাউল মিউজিক অ্যান্ড হ্যান্ডিক্র্যাফ্টস ফেস্টিভ্যাল
পুজো শেষ। শরৎ এখনও অটুট। তবে হেমন্তের ডাক শোনা যাচ্ছে। লোকজীবন নিয়ে মানুষে্র বরাবরের কৌতূহল। আর সেই কৌতূহল থেকেই বাউল ফকির বা লোকশিল্প নিয়ে নানা পার্বণে উপস্থিত থাকেন মানুষ। এমনই এক পরিবেশে বাংলার্ট আয়োজন করেছে বাউল মিউজিক অ্যান্ড হ্যান্ডিক্র্যাফ্টস ফেস্টিভ্যাল। অফবিট সিসিউ-তে ১৯ ও ২০ অক্টোবরে অনুষ্ঠিত হবে এই গান। এমনকী হস্তশিল্পের উৎসব। এমনই এক উৎসবের সহযোগী হিসাবে আছে বাংলানাটক ডট কম। তারক দাস বাউলের দুই পুত্র সাধু ও কাঙাল, আক্কাস ফকির, নিমাই দাস বাউল, আমিনুল ফকির সহ মোট দশজন বাউল শিল্পী উপস্থিত থাকছেন। তাঁদের গান এই অনুষ্ঠানের আলাদা মাত্রা যোগ করবে। এছাড়া রয়েছে হস্তশিল্পের প্রদর্শন। তবে শুধু দর্শক হিসাবে নয়, কিংবা শ্রোতা হিসাবে নয়, একজন শিক্ষার্থী হিসাবেও আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ থাকছে। দু-দিনব্যাপী এই উৎসবে থাকছে নানা ওয়ার্কশপ। পটচিত্র, শোলার ফুল তৈরির পাশাপাশি লোকগানের সঙ্গে সংশ্লিষ্ট নানান বাদ্যযন্ত্র প্রশিক্ষণের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে সংস্থার তরফে।