মাতৃ হারা হামিদ, কাঁদছে গীতাও

< 1 - মিনিট |

শোকাহত বলিউডও

শ্রীজীব

সুষমা-কন্যা বাঁসুরিই শুধু মাতৃহারা হল না, আক্ষরিক অর্থেই মাকে হারালেন পাকিস্তানে আটকে থাকা হামিদ আনসারি, মুখ ও বধির গীতা থেকে অপহৃতা কলকাতার জেনিস ডিসুজা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ বোহরার মতো অনেকেরই প্রাক্তন বিদেশমন্ত্রী গর্ভধারিণী না হয়েও তাঁদের ‘সুপার-মম’। বিদেশমন্ত্রী থাকাকালীন বিদেশের মাটিতে বিপদে পড়া বা আইনি জটিলতায় আটকে পড়া ভারতীয়দের সবসময় পাশে থেকেছেন তিনি ভুল করে পাকিস্তানে চলে যাওয়ার মাশুল গুনতে হয়েছিল গীতাকে। আর সেই গীতাকে সম্পূর্ণ নিজের উদ্যোগে ফিরিয়ে এনেছিলেন সুষমা। গীতাকে শুধু তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে শান্ত থাকেননি। তাঁর বিয়ের উদ্যোগও তিনি নিয়েছিলেন । বুধবার সকালে ভোপালে তাঁর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন গীতা।

একই অবস্থা হামিদ আনসারিরও। বছর ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাকিস্তানে। আর সেখানেই ঘটে বিপত্তি, পাক পুলিশ তাঁকে গ্রেফতার করে। এমনকি বেশ কয়েক বছর পাকিস্তানের জেলে বন্দী থাকেন তিনি। ২০১৮ সালে সুষমা স্বরাজের হস্তক্ষেপে মুক্তি পান হামিদ। এদিন সেইদিন্টির কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন হামিদ। তিনি বলেন,’সুষমাজি আমার মায়ের মত ছিলেন। আমার হৃদয়ে উনি চিরকাল বেচে থাকবেন।‘ এইভাবে সুষমাজির অকাল প্রয়াণে করণ জোহরও শোকস্তব্ধ। টুইটারে তিনি জানিয়েছেন, শত ব্যস্ততার  মধ্যেও তিনি মানুষের পাশে থেকেছেন। তাঁর মধ্যেই খুঁজে পাই মায়ের অস্তিত্ব।   

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *