জামাই ষষ্ঠী মানেই নিত্য রকমের পদ| কিন্তু বর্তমান শাশুড়িমায়েরা ব্যস্ত থাকার কারণে তাঁদের একমাত্র ভরসা রেস্তোরা
বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগেই থাকে| তারমধ্যে অন্য একটি পার্বন হল জামাই ষষ্ঠী| আর আজ রাত পোহালেই জামাই ষষ্ঠী| তবে, জামাই ষষ্ঠী মানেই নিত্য রকমের পদ| কিন্তু বর্তমান শাশুড়িমায়েরা ব্যস্ত থাকার কারণে তাঁদের একমাত্র ভরসা রেস্তোরা| তাই আধুনিক পদের সঙ্গে ট্র্যাডিসন্যাল পদের সম্ভার নিয়ে হাজির শহর কলকাতার বাঙালি রেস্তোরা ‘ওহ ক্যালকাটা’|আজ শুক্রবার ‘ওহ ক্যালকাটা’ তাঁদের আনুষ্ঠানিক মেনু ঘোষণা করল|
‘ওহ ক্যালকাটা’ জামাই ষষ্ঠীর মেনুতে রাখছে ৪০ টিরও বেশি পদ|তারমধ্যে যেমন থাকছে বাঙালির সনাতনী পদ তেমনি থাকছে আধুনিক পদও|সনাতনী পদে যেমন পাওয়া যাবে চিতল মাছের মুইঠা, কচি পাঠার ঝোল, চিংড়ি ভাপা| আবার আধুনিক পদে থাকছে আম আদর সিলাদ, লিচুর পায়েস তাছাড়াও থাকছে বিভিন্ন মিষ্টির সম্ভারও|
‘ওহ ক্যালকাটা’ আনুষ্ঠানিক মেনু ঘোষনায় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়| খাওয়া দাওয়ার পাশাপাশি খুনসুটিতেও মেতে ওঠেন তাঁরা|