এনআরএস জুনিয়ার ডাক্তারের আক্রমনে নিন্দার ঝড় সংস্কৃতি মহলে

< 1 - মিনিট |

ঋদ্ধি সেন ফেসবুকে লিখেছেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বন্ধু পরিবহ মুখোপাধ্যায় তোমার দ্রুত আরোগ্য কামনা করি’

কে আর সি টাইমস ডেস্ক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই  রণক্ষেত্রে চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।এরপরই রোগীর আত্মীয়দের ছোঁড়া ইটে মাথা ফেটে যায় জুনিয়র ডাক্তারের।আর জুনিয়ার ডাক্তারের উপর আক্রমণের ঘটনায় রণক্ষেত্র গোটা রাজ্য।জুনিয়ার চিকিৎসকের উপর এধরনের হামলার প্রতিবাদে এবার সরব টলিপাড়ার সংস্কৃতি মহলও|এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়|
অভিনেতা ঋদ্ধি সেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে  ফেসবুকে লিখেছেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বন্ধু পরিবহ মুখোপাধ্যায় তোমার দ্রুত আরোগ্য কামনা করি’| অন্যদিকে ঘটনার নিন্দা করে সাধারণ মানুষের কথা ভেবে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।প্রসঙ্গত,রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। রোগীর বাড়ির আত্মীয়দের হাতে নিগৃহীত হন জুনিয়র ডাক্তাররা।রোগীর আত্মীয়দের ছোঁড়া ইটে মাথা ফেটে যায় জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের।তাঁর করোটির সামনে ডানদিকের হাড় ভেঙে যায়। ইন্সস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি রয়েছেন পরিবহ মুখোপাধ্যায়। মঙ্গলবার পাঁচ চিকিৎসকের  দল তাঁর মাথার অস্ত্রোপচার করেছেন। তিনি আপাতত স্থিতিশীল। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে পরিবহ ছাড়াও ঘটনায় গুরুতর আহত হন আরও এক জুনিয়র ডাক্তার।এই ঘটনায় বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতিতে বসেছেন জুনিয়ার ডাক্তাররা। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news