এবছরের হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান পাচ্ছেন লেখক ডা. হৃদয় নারায়ণ দীক্ষিত

< 1 - মিনিট |

এবছর হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান দেওয়া হবে নারায়ণ দীক্ষিতকে। কলকাতার বিখ্যাত সাহিত্যিক-সামাজিক সংস্থা শ্রী বড়বাজার কুমারসভা পুস্তকালয়ের তরফ থেকে সুপ্রসিদ্ধ লেখক ডা. হৃদয় নারায়ণ দীক্ষিতকে

কে আর সি টাইমস ডেস্ক

এবছর হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান  দেওয়া হবে নারায়ণ দীক্ষিতকে। কলকাতার  বিখ্যাত সাহিত্যিক-সামাজিক সংস্থা শ্রী বড়বাজার কুমারসভা পুস্তকালয়ের তরফ থেকে সুপ্রসিদ্ধ লেখক ডা. হৃদয় নারায়ণ দীক্ষিতকে আগামী শনিবার ২২ জুন বিকেলে পাঁচটায় কলা মন্দির প্রেক্ষাগৃহে  আনুষ্ঠানিকভাবে ডাক্তার হেডগাওয়ার প্রজ্ঞা সম্মান দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত কবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং উত্তর প্রদেশের মাননীয় রাজ্যপাল রাম নায়েক ।

লেখক হৃদয় নারায়ণ দীক্ষিতকে এক লক্ষ টাকা দেওয়া হবে। তাছাড়াও মানপত্র দিয়ে তাঁকে সম্মানীত করা হবে। ১৯৪৬ সালের ১৮ মার্চ উত্তরপ্রদেশের উন্নাও জেলায় লুওয়া গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে নারায়ণ দীক্ষিত-র জন্ম হয়। তাঁর পড়াশোনায় গভীর আগ্রহের কারণে তিনি অর্থনীতিতে এমএ করেন। শৈশব থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ১৯৬৮ সালে ভারতীয় জনসংঘে সক্রিয় হওয়ার আগে তিনি ক্ষেত্রীয় কার্যবাহের দায়িত্ব পালন করেন। এছাড়াও জরুরি অবস্থার সময়ে তিনি ১৯ মাস কারারুদ্ধ ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news