শুক্রবার শেষ হল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শুক্রবার শেষ হল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসুস্থতার কারণে এবার উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। তবে চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা দিলেন বিগ বি।
ভিডিও বার্তায় বিগ বি বলেন, ‘কলকাতা আমার বাড়ির মতই। সেখানেই প্রথম চাকরি করেছিলাম। এমনকী জয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কলকাতায়’।
২৫ তম নজরুল মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানও জমজমাট। অনুষ্ঠানে হাজির শাবানা আজমি। মাধবী মুখোপাধ্যায়,ঋতাভরী চক্রবর্তী,পরমব্রত চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শাশ্বত চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, গৌতম ঘোষ, শুভশ্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।