কলকাতা থেকে বাড়ির পথে ইসকন মন্দিরের জগন্নাথ

< 1 - মিনিট |

শুক্রবার উল্টোরথে আউট্রাম রোড থেকে জওহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং হয়ে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, মৌলালি, সিআইটি রোড, সুরাবর্দি অ্যাভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শেক্সপিয়র সরণী হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে ফিরবে

কে আর সি টাইমস ডেস্ক

রথের রশ্মিতে আবার পড়ল টান| টানা আট দিন ধরে মাসির বাড়িতে থাকার পর আজ শুক্রবার উল্টোরথের দিন কলকাতা থেকে জগন্নাথদেব সুভদ্রা ও বলরামকে নিয়ে রওনা হলেন ইসকন মন্দিরের উদ্দেশ্যে  | রথ উৎসবকে কেন্দ্র করে এই আট দিন ধরে ময়দান মেতে উঠেছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে |এই বছর ৪৮ বছরে পদার্পণ করল ইসকন কলকাতার রথযাত্রা | শুক্রবার উল্টোরথে  আউট্রাম রোড থেকে জওহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং হয়ে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, মৌলালি, সিআইটি রোড, সুরাবর্দি অ্যাভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শেক্সপিয়র সরণী হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে ফিরবে।
প্রতিবছরের মতো এই বছরও ইসকন কলকাতার রথযাত্রার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এবার মুখ্যমন্ত্রী পাশাপাশি রথযাত্রার সূচনাকালে উপস্থিত ছিলেন বসিরহাটের তারকা সাংসদ নুসরত, অভিনেতা সোহম ও ব্যবসায়ী তথা নুসরতের স্বামী নিখিল জৈন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news