কাল থেকে শুরু তিন দিনের পর্যটনমেলা

< 1 - মিনিট |

পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও আকর্ষণীয় করতে তিন দিনের পর্যটন মেলার আয়োজন করছে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডর্স অফ বেঙ্গল

কে আর সি টাইমস ডেস্ক

পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও আকর্ষণীয় করতে তিন দিনের পর্যটন মেলার আয়োজন করছে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডর্স অফ বেঙ্গল। শুক্রবার থেকে শুরু হবে এই মেলা। চলবে রবিবার পর্যন্ত। 

এই উপলক্ষে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মেলার চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, গত কয়েক বছরে পর্যটনের নিরিখে এই রাজ্যে গত কয়েক বছরে অনেক কাজ হয়েছে। জেলাগুলোর পর্যটনের মান আরও উন্নত করতে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে চেষ্টা করা হবে। মেলার আহ্বায়ক তথা যুগ্ম সচিব সন্দীপন বিশ্বাস বলেন, অন্যান্য পর্যটন মেলার সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চতুর্থ ‘বেঙ্গল ট্যুরিসম ফেস্ট’-এ অন্যান্য পর্যটন মেলার পার্থক্য হল এই মেলা অতি সুলভে স্টলের জায়গা বরাদ্দ হয়েছে। চার বর্গমিটার মাপের স্টল, আলো-টেবিল, বিদ্যুৎ সংযোগ, ক’দিনের খাবার— সব মিলিয়ে নেওয়া হচ্ছে মাত্র ১৪ হাজার টাকা। উদ্যোক্তারা কোনও লাভ রাখছেন না।”

এই রাজ্য ছাড়াও পর্যটন মেলায় মধ্যপ্রদেশ, ত্রিপুরা, চন্ডিগড়, গুজরাত, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, বোরোল্যান্ড প্রভৃতির প্রতিনিধিত্ব থাকবে। কাল উদ্বোধনী আসরে থাকার কথা নেপালের কন্সাল জেনারেল একনারায়ন আরিয়াল, পর্যটনমন্ত্রী গৌতম দেব, পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে প্রমুখের। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news