কবিতা আবৃত্তি করে কৃতিত্বের ছাপ রেখে ত্রিপুরা রাজ্যসেরা পদক হাতিয়ে নিতে সক্ষম হয়েছে ধর্মনগরের মেয়ে ঈশা ভট্রাচার্য
কবিতা আবৃত্তি করে কৃতিত্বের ছাপ রেখে ত্রিপুরা রাজ্যসেরা পদক হাতিয়ে নিতে সক্ষম হয়েছে ধর্মনগরের মেয়ে ঈশা ভট্রাচার্য। তার এই সাফল্যে গৌরান্বিত গোটা ত্রিপুরাবাসী। বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিচালিত আবৃত্তি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান দখলের পাশাপাশি স্বর্ণপদকও লাভ করেছে ইশা।
বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক আগরতলায় আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপদক তুলে দেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য বাচিকশিল্পী তথা বাংলাদেশ আবৃত্তি ও সমন্বয় পরিষদের পরিচালক মহম্মদ মণির হোসেন, ত্রিপুরার বিশিষ্ট বাচিকশিল্পী পিনাকপাণি দেব-সহ অন্যান্য অতিথিরা।
উল্লেখ্য, ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা দীপক ভট্টাচার্যের মেয়ে ইশা। শ্রুতিপূরমের এই ছাত্রী শিক্ষিকা ইন্দ্রানী চক্রবর্তীর কাছে তালিম নেয়। তার পরীক্ষা কেন্দ্র ছিল আনন্দধারা মিউজিক কলেজ। অঙ্কন নৃত্য ও কণ্ঠসঙ্গীতে সে বিশারদ।