ডি লিট পাচ্ছেন প্রথিতযশা সাহিত্যিক বুদ্ধদেব গুহ

< 1 - মিনিট |

আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। টিভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তার একাধিক গল্প উপন্যাস। লেখকের বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে, একটু উষ্ণতার জন্য, বাবলি, হলুদ বসন্ত, কোজাগর ইত্যাদি। তাঁর সৃষ্ট ঋজুদা নামের গোয়েন্দা চরিত্রটি কিশোর সাহিত্যে তুমুল জনপ্রিয়

কে আর সি টাইমস ডেস্ক

 ডি লিট সম্মানে ভূষিত হচ্ছেন প্রথিতযশা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মান প্রদান করবে। ১৫ জুলাই অনুষ্ঠিত হবে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেখানেই ডিলিটে সম্মানিত হবেন বুদ্ধদেব গুহ।টেকনো ইন্ডিয়া-র সিইও সুজয় বিশ্বাস হিন্দুস্থান সমাচারকে এই খবর জানিয়ে বলেন, “ওই দিন বিশিষ্ট একাধিক আমন্ত্রিতদের মধ্যে  অনুষ্ঠানে থাকার কথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন সিএমডি অরুন্ধতী ভট্টাচার্যর সেখানে প্রধান অতিথি হিসাবে থাকার কথা|” এটি নবসৃষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। বুদ্ধদেব গুহ-র এই প্রাপ্তিতে খুশি গোটা বাংলা সাহিত্য মহল। অশীতিপর এই লেখক নিজেই ঘোষণা করেছেন, তাঁর একমাত্র পুরস্কার তাঁর পাঠক! লেখক কোনও বড় ধরনের স্বীকৃত-সম্মান পাননি বলে এতদিন তাঁর ভুক্তকূলের মনে ক্ষোভ ছিল। এবার সেই অসন্তোষে কিছুটা হলেও উপশম এল।বুদ্ধদেব গুহর জন্ম জুন ২৯, ১৯৩৬, কলকাতা) তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত । তাঁর স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা প্রয়াত ঋতু গুহ । বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা তার দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরংগ পরিচয়। সাহিত্য-রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়- এই মতে তিনি বিশ্বাসী। প্রথম জীবনে শুধুমাত্র শিকার বিষয়ক লেখালিখি করলেও পরে তিনি সাহিত্যে ঝুঁকে পড়েন। লেখালিখি ছাড়াও অন্যান্য অনেক বিষয়ে তাঁর প্রতিভা। ভালো গাইতে পারে। বহু দেশ ঘুরে বেড়ানোর ছাপ পড়েছে তাঁর লেখায়।’জঙ্গলমহল’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি লেখক হিসেবে খুবই অল্প সময়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্টসেলার। ছোটদের জন্য তার প্রথম বই- ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। টিভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তার একাধিক গল্প উপন্যাস। লেখকের বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে, একটু উষ্ণতার জন্য, বাবলি, হলুদ বসন্ত, কোজাগর ইত্যাদি। তাঁর সৃষ্ট ঋজুদা নামের গোয়েন্দা চরিত্রটি কিশোর সাহিত্যে তুমুল জনপ্রিয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news